ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

নারায়ণগঞ্জে মধ্যরাতে সাবেক মেয়র আইভীর বাসায় পুলিশের অভিযান

স্টাফ রিপোর্টার ,নারায়ণগঞ্জ

প্রকাশিত: ০১:৫৯, ৯ মে ২০২৫

নারায়ণগঞ্জে মধ্যরাতে সাবেক মেয়র আইভীর বাসায় পুলিশের অভিযান

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভীর বাড়িতে অভিযান পরিচালনা করেছে পুলিশ। এ সময় আইভীর বাড়িতে অভিযানের খবরে সড়কে নেমে এসে দেওভোগ এলাকা অবরুদ্ধ করে রাখেন তার কর্মী-সমর্থকেরা। বাড়ির সামনেও অবস্থান নেয় স্থানীয় জনতা।

বৃহস্পতিবার রাত দেড়টায় এই বিষয়ে পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারের মুঠোফোনে কল করা হলেও তিনি তা রিসিভ করেননি। ফলে প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

জানা যায়, রাতেই নারায়ণগঞ্জ সদর থানার পুলিশের একটি দল দেওভোগ এলাকায় অবস্থিত আইভীর বাসভবন ‘চুনকা কুটিরে’ প্রবেশ করে। অভিযানের খবর ছড়িয়ে পড়তেই রাস্তায় নেমে আসেন স্থানীয় বাসিন্দারা।

এ সময় আইভীর বাড়ির প্রবেশপথের দুই রাস্তায় বাঁশ, ঠেলাগাড়ি ও ভ্যানগাড়ি ফেলে অবরুদ্ধ করে দেন এলাকাবাসী। আশপাশের মসজিদের মাইকে ঘোষণা দিয়ে স্থানীয়দের রাস্তায় নেমে আসার আহ্বান জানানো হয়। উপস্থিত জনতা আইভীর পক্ষে নানা ধরনের স্লোগান দিতে থাকে। অনেক নারীকে সেখানেও অবস্থান করতে দেখা যায়।

এসএফ

×