ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৯ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

২০২৫ সালে পেশাদার ফটোগ্রাফির জন্য সেরা ১০টি ক্যামেরা ফোন

প্রকাশিত: ০০:৩৯, ৯ মে ২০২৫

২০২৫ সালে পেশাদার ফটোগ্রাফির জন্য সেরা ১০টি ক্যামেরা ফোন

ছবি: সংগৃহীত

২০২৫ সাল স্মার্টফোন ফটোগ্রাফির ক্ষেত্রে এক বৈপ্লবিক বছর। বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো এ বছর বাজারে এনেছে এমন সব ক্যামেরা ফোন, যেগুলো দিয়ে শুধু স্মার্টফোন নয়, বরং প্রফেশনাল ক্যামেরাকেও হার মানানো যায়। কেউ ফটোগ্রাফির সৌখিন, কেউ আবার মোবাইল ভিডিওগ্রাফি করছেন ইউটিউব বা ইনস্টাগ্রামে—সবার জন্যই এই তালিকায় রয়েছে উপযোগী ফোন।

এবার দেখে নিই, চলতি বছরের সেরা ১০টি ক্যামেরা ফোন ও তাদের মূল বৈশিষ্ট্য:

Samsung Galaxy S25 Ultra

১. Samsung Galaxy S25 Ultra
 মূল বৈশিষ্ট্য: ২০০ মেগাপিক্সেল প্রধান সেন্সর, ১০ গুণ অপটিক্যাল জুম, উন্নত নাইটোগ্রাফি
 মূল্য (প্রায়): ১,৫৬,০০০ টাকা

স্যামসাংয়ের এই ফ্ল্যাগশিপ ফোনটি রয়েছে ক্যামেরার শীর্ষে। নতুন গ্যালাক্সি AI প্রযুক্তি, S Pen রিমোট এবং RAW ফটোগ্রাফি ফিচার একে করে তুলেছে মোবাইল ফটোগ্রাফির রাজা।

Apple debuts iPhone 16 Pro and iPhone 16 Pro Max - Apple

২. iPhone 16 Pro Max
 মূল বৈশিষ্ট্য: ৪৮ মেগাপিক্সেল প্রধান ক্যামেরা, ৫ গুণ টেলিফটো, ডলবি ভিশন ভিডিও
 মূল্য (প্রায়): ১,৪৪,০০০ টাকা

অ্যাপল বরাবরই রঙের নির্ভুলতা আর ভিডিওর মানে এগিয়ে। এই মডেলে রয়েছে ProRes ভিডিও, ম্যাক্রো ফোকাস এবং স্প্যাটিয়াল ভিডিও রেকর্ডিং।

Google Pixel 9 Pro

৩. Google Pixel 9 Pro
 মূল বৈশিষ্ট্য: ৫০ মেগাপিক্সেল প্রধান ক্যামেরা, Astro Mode, AI ফিচার
 মূল্য (প্রায়): ১,২০,০০০ টাকা

‘পয়েন্ট অ্যান্ড শুট’ মোডে অসাধারণ ছবি তোলার জন্য পিক্সেল সিরিজ এখনো অনন্য। এতে রয়েছে ম্যাজিক এডিটর, বেস্ট টেক এবং ফটো আনব্লার ফিচার।

Xiaomi 14 Ultra

৪. Xiaomi 14 Ultra
মূল বৈশিষ্ট্য: লাইকার কো-ডিজাইন, ১ ইঞ্চি সেন্সর, ভ্যারিয়েবল অ্যাপারচার
মূল্য (প্রায়): ১,৩২,০০০ টাকা

এই ফোনটির ফিচারগুলো একে বাস্তবেই “পকেট ডিএসএলআর” করে তুলেছে। আলাদা গ্রিপ ও শাটার বাটনের সুবিধাও রয়েছে।

Honor Magic 6 Pro

৫. Honor Magic 6 Pro
মূল বৈশিষ্ট্য: ১৮০ মেগাপিক্সেল পেরিস্কোপ জুম, AI ফোকাস
 মূল্য (প্রায়): ১,২৬,০০০ টাকা

জুম ভালোবাসেন? তাহলে আপনার জন্যই এই ফোন। ৫ গুণ পর্যন্ত লসলেস জুম এবং অসাধারণ ডিটেইলের ছবি।

OnePlus 13

৬. OnePlus 13 (Hasselblad Edition)
 মূল বৈশিষ্ট্য: তিনটি ৫০ মেগাপিক্সেল ক্যামেরা, ৮কে ভিডিও, হাসেলব্লাড রঙের প্রিসেট
মূল্য (প্রায়): ১,০৮,০০০ টাকা

ওয়ানপ্লাস তাদের ক্যামেরায় এবার দিয়েছে একদম প্রফেশনাল লেভেলের নিয়ন্ত্রণ এবং অসাধারণ কালার সায়েন্স।

Oppo Find X8 Pro

৭. Oppo Find X8 Pro
মূল বৈশিষ্ট্য: ডুয়াল পেরিস্কোপ লেন্স, ২৫০০ নিট ডিসপ্লে, IP69 রেটিং
মূল্য (প্রায়): ১,৫৯,৫০০ টাকা

ডুয়াল টেলিফটো, ট্র্যাভেল ফ্রেন্ডলি বিল্ড আর HDR ডিসপ্লে—সব মিলিয়ে এক অসাধারণ প্যাকেজ।

vivo X200 Pro

৮. Vivo X200 Pro
মূল বৈশিষ্ট্য: ম্যাক্রো-টেলি লেন্স, Zeiss লেন্স কোটিং, ৮কে ভিডিও
মূল্য (প্রায়): ১,৩৭,০০০ টাকা

ম্যাক্রো থেকে টেলি—এক ক্যামেরায় দুই অভিজ্ঞতা! Zeiss Natural Color মোড একে করে তুলেছে কালার-পারফেকশনিস্টদের প্রথম পছন্দ।

Sony Xperia 1 VI

৯. Sony Xperia 1 VI
মূল বৈশিষ্ট্য: ৪কে OLED স্ক্রিন, Photography Pro অ্যাপ, অপটিক্যাল জুম
মূল্য (প্রায়): ১,২৫,০০০ টাকা

ভিডিও নির্মাতা ও ইউটিউবারদের জন্য আদর্শ একটি ফোন। Sony Alpha ক্যামেরার ফিচার এবার আপনার হাতের মুঠোয়।

Samsung Galaxy S24 Ultra

১০. Samsung Galaxy S24 Ultra
মূল বৈশিষ্ট্য: ১০ গুণ অপটিক্যাল জুম, Astro Hyperlapse, S Pen ফিচার
মূল্য (প্রায়): ১,৫৬,০০০ টাকা

এক বছরের পুরোনো হলেও এখনো প্রো ক্যামেরা ফোনের তালিকায় এই ফোনের অবস্থান মজবুত। যারা ওয়াইল্ডলাইফ বা কনসার্ট ফটোগ্রাফি করেন, তাঁদের জন্য এখনো সেরা অপশন।

২০২৫ সালে ক্যামেরা ফোন মানেই শুধু বেশি মেগাপিক্সেল নয়—AI প্রসেসিং, রঙের নির্ভুলতা, ভিডিওতে স্থিরতা এবং ব্যবহারকারীর সহজতার বিষয়গুলো এখন মূল বিচার্য। Samsung ও Apple এখনও শীর্ষে, তবে Xiaomi, Google, Vivo ও OnePlus নিজেদের নতুন উদ্ভাবন দিয়ে টেক প্রতিযোগিতায় এগিয়ে এসেছে।

যেকোনো একটি ফোন বেছে নিলেও নিশ্চিত থাকতে পারেন, আপনার পকেটে থাকবে পেশাদার ক্যামেরার সমতুল্য এক চমৎকার যন্ত্র।

এসএফ

×