
দেশে ফেরার জন্য তর সইছে না দুই টাইগার তারকা রিশাদ হোসেন ও নাহিদ রানার (ডানে)
একদিন আগেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে বিবৃতি দিয়ে আশ্বস্ত করা হয়েছিল পাকিস্তানে নিরাপদে আছেন রিশাদ হোসেন ও নাহিদ রানা। ২৪ ঘণ্টায় বদলে গেছে দৃশ্যপট। দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের চলমান সংঘাতের প্রভাব পড়েছে পাকিস্তান সুপার লিগে (পিএসএল)। আসরের বাকি ম্যাচগুলো যে আর পাকিস্তানে হচ্ছে না সেটি নিশ্চিত। ইতোমধ্যে বৃহস্পতিবারের একটি ম্যাচ স্থগিত করা হয়েছে।
রাওয়ালপিন্ডিতে এদিন করাচি কিংসের মুখোমুখি হওয়ার কথা ছিল পেশাওয়ার জালমির। পেশাওয়ারের হয়ে টুর্নামেন্টটিতে খেলতে গেছেন বাংলাদেশের তরুণ পেসার নাহিদ রানা। সংবাদমাধ্যমের খবর, টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো দুবাই বা দোহায় সরিয়ে নেওয়ার কথা ভাবছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সন্ধ্যায় বিসিবির এক সূত্র জানিয়েছে, দুই ক্রিকেটারকে দেশে ফিরিয়ে আনতে পাকিস্তানের সর্বোচ্চ পর্যায়ে যোগাযোগ করা হয়েছে।
পাকিস্তানের একটি সূত্র জানিয়েছে, যেসব অঞ্চলে বিমান চলাচল বন্ধ, সেখান থেকে ক্রিকেটারদের সরাসরি ফিরিয়ে আনা সম্ভব নয়। তাই পিসিবি চার্টার্ড ফ্লাইটে প্রথমে তাদের দুবাই পাঠানোর ব্যবস্থা করছে। এরপর সেখান থেকে নিজ নিজ দেশে ফিরবেন খেলোয়াড়রা। বাংলাদেশের রিশাদ ও নাহিদও এই পথে দেশে ফিরবেন। বিসিবি এক বিবৃতিতে জানিয়েছে, পাকিস্তানে অবস্থানরত দুই ক্রিকেটারের নিরাপত্তা নিশ্চিত করতে তারা পিসিবি ও বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখছে।
বিসিবি বলেছে, পিসিবি ও বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে বিসিবি, যাতে পাকিস্তানে থাকাকালে ক্রিকেটাররা নিরাপদ ও সুরক্ষিত বোধ করে। পাশাপাশি পাকিস্তান থেকে তাদের নিরাপদে ও সময়মতো প্রত্যাবর্তন নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে সকল প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে বোর্ড। এদিকে ১৮ মে পিএসএলের ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা। এরপর পাঁচ ম্যাচের টি২০ সিরিজ খেলতে আগামী ২১ মে পাকিস্তানে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশ জাতীয় দলের।
ভেন্যু ফয়সালাবাদ ও লাহোর। সেটিও এখন বড় রকমের অনিশ্চয়তার মুখে।
গত ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হন। যার দায় পাকিস্তানের ওপর দিচ্ছে ভারত সরকার। এর ফলে দুই দেশের মধ্যে তৈরি হয় তীব্র উত্তেজনা।
পেহেলগামে ওই সন্ত্রাসী হামলার ‘বদলায়’ মঙ্গলবার গভীর রাতে পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের ৯টি স্থানে হামলা চালায় ভারত। তার পাল্টায় গোলাবর্ষণসহ সামরিক জবাব দেয় পাকিস্তানও। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ভারতীয় ড্রোন হামলায় রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়াম ক্ষতিগ্রস্ত হয়েছে।
নাহিদদের ম্যাচ স্থগিত করার কথা বিকেলে বিবৃতি দিয়ে জানায় পিসিবি। প্রাথমিক পর্বের চারটিসহ আসরের বাকি আট ম্যাচ হওয়ার কথা ছিল রাওয়ালপিন্ডি, মুলতান ও লাহোরে। পাকিস্তানের বর্তমান পরিস্থিতিতে টুর্নামেন্টে অংশ নেওয়া বিদেশী ক্রিকেটাররা উদ্বিগ্ন বলেও খবর আসছে।