
হাফেজ তামিম হোসেন
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক পেসার রুবেল হোসেন এক হৃদয়বিদারক ঘটনার মুখোমুখি হয়েছেন। তার বড় ভাইয়ের ছেলে, ১৪ বছর বয়সী হাফেজ তামিম হোসেন, গতকাল সন্ধ্যা থেকে নিখোঁজ রয়েছে বলে জানিয়েছেন রুবেল নিজেই।
রবিবার (৫ মে) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে বাগেরহাট ইসলামিয়া ক্যাডেট একাডেমি থেকে নিখোঁজ হয় তামিম। এরপর পরিবারের সদস্যরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
এই ঘটনায় উদ্বিগ্ন রুবেল হোসেন ফেসবুকে একটি আবেগঘন পোস্ট দিয়ে জনসাধারণের সহায়তা চেয়েছেন। পোস্টে তিনি লেখেন,
"আমি পেসার রুবেল হোসেন। দীর্ঘদিন ধরে জাতীয় দলের প্রতিনিধিত্ব করেছি। আজকের দিনটি আমার জন্য বেদনার। আমার বড় ভাইয়ের ছেলে হাফেজ তামিম হোসেন, বয়স ১৪ বছর। বাগেরহাট ইসলামিয়া ক্যাডেট একাডেমি থেকে আনুমানিক সন্ধ্যা ৬টা থেকে নিখোঁজ রয়েছে। কেউ যদি তাকে খুঁজে পান, নিচে দেয়া নম্বরে যোগাযোগ করার অনুরোধ রইল।"
এ সময় তিনি একটি মোবাইল নম্বরও শেয়ার করেছেন, যেখানে যে কেউ তথ্য দিতে পারেন:
📞 +৮৮০১৯৬০০৭০৪১৩
তামিমের সন্ধানে ইতোমধ্যে স্থানীয় প্রশাসন ও এলাকাবাসীও তৎপর হয়েছে বলে জানা গেছে।