ঢাকা, বাংলাদেশ   রোববার ২৯ জুন ২০২৫, ১৫ আষাঢ় ১৪৩২

জার্মানিতে এমবিএ? যে স্কুলে পড়েই গড়ে উঠছে বিশ্বমানের ক্যারিয়ার

প্রকাশিত: ১০:৩০, ২৯ জুন ২০২৫; আপডেট: ১১:০৩, ২৯ জুন ২০২৫

জার্মানিতে এমবিএ? যে স্কুলে পড়েই গড়ে উঠছে বিশ্বমানের ক্যারিয়ার

ছবি: সংগৃহীত

 

বিদেশে পড়াশোনা করা অনেকের স্বপ্ন হলেও নতুন পরিবেশ, ভাষার বাধা ও সংস্কৃতির ভিন্নতা অনেক সময় চ্যালেঞ্জের কারণ হয়। কিন্তু জার্মানির এই শীর্ষ বিজনেস স্কুলে, এই চ্যালেঞ্জগুলোই হয়ে উঠছে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য সম্ভাবনার দরজা।

জার্মানির এইচএইচএল লাইপজিগ গ্র্যাজুয়েট স্কুল অব ম্যানেজমেন্ট-এ (HHL Leipzig Graduate School of Management) আন্তর্জাতিক এমবিএ শিক্ষার্থীদের জন্য রয়েছে শক্তিশালী সাপোর্ট সিস্টেম, যা শুরু হয় ‘ওয়েলকাম উইক’ থেকেই। চীনের ছাত্রী চাওরান লু জানান, “ওয়েলকাম উইকের টিম বিল্ডিং এক্টিভিটি বন্ধুত্ব তৈরি করতে দারুণ সহায়ক হয়েছে।”

ভাষার জটিলতা দূর করতে এইচএইচএল বিনামূল্যে জার্মান ভাষার ক্লাসও করায়। ভারতের আয়ুষ মিত্তাল বলেন, “জার্মান ভাষার ক্লাসে শিক্ষকরা আমাদের ভাষা এবং লাইফস্টাইলের সাথে মানিয়ে নিতে অসাধারণ সহযোগিতা করেছেন।”

গ্লোবাল কোহর্ট, গ্লোবাল মাইন্ডসেট

এইচএইচএলের এমবিএ প্রোগ্রামে ৯৬% শিক্ষার্থী আন্তর্জাতিক, ফলে একে অপরের সংস্কৃতি থেকে শেখা এবং নতুন দৃষ্টিভঙ্গি পাওয়া সহজ হয়। চাওরান বলেন, “আমরা একে অপরের উৎসব উদযাপন করি, যেমন ভারতীয়দের সঙ্গে দীপাবলি, আমেরিকানদের সঙ্গে থ্যাঙ্কসগিভিং।”

হ্যান্ডস-অন শিখন, ক্যারিয়ারে বাস্তব অভিজ্ঞতা

এইচএইচএলে প্র্যাক্টিক্যাল লার্নিংকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়। ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ৫৯% শিক্ষার্থী গুগল, পিডব্লিউসি, ইওয়াই, অ্যামাজনের মতো প্রতিষ্ঠানে ইন্টার্নশিপ করেছেন। চাওরান প্রথমে অডিতে প্রজেক্ট ম্যানেজমেন্টে এবং এরপর করপোরেট ফাইন্যান্সে ইন্টার্নশিপ করে পছন্দের ক্যারিয়ার পথ খুঁজে পেয়েছেন।

ক্যারিয়ার সাপোর্টে নজিরবিহীন সাফল্য

এইচএইচএলের ক্যারিয়ার অফিস একে একে কোরস রিভিউ, মক ইন্টারভিউ, এবং এক-টু-ওয়ান কোচিংয়ের মাধ্যমে শিক্ষার্থীদের প্রস্তুত করে। আয়ুষ জানান, “ক্যারিয়ার টিমের সহায়তায় আমার সিভি ঠিকভাবে সাজিয়ে জার্মানিতে কনসালটিং চাকরির সুযোগ পেয়েছি।”

শুধু তা-ই নয়, ক্যারিয়ার অফিস শিক্ষার্থীদের প্রাক্তন শিক্ষার্থীদের সঙ্গে সংযোগ তৈরি করতে সহায়তা করে, যা জার্মানিতে ক্যারিয়ার গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ২০২৩-২৪ সালের এইচএইচএলের এমবিএ গ্র্যাজুয়েটদের মধ্যে ৯২% জার্মানিতেই চাকরি পেয়েছেন, যা প্রমাণ করে এইচএইচএলের এমবিএ প্রোগ্রাম আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য কতটা কার্যকর।

আঁখি

×