
সংগৃহীত
বাংলাদেশ জাতীয় দলের ব্যাটার নাজমুল হোসেন শান্ত আবারও ব্যর্থতার চক্রে ঘুরপাক খাচ্ছেন। সাম্প্রতিক আন্তর্জাতিক ম্যাচে তার পারফরম্যান্সে ভক্তদের প্রত্যাশা পূরণ হয়নি, আর সেই হতাশা ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও।
দলে ‘ভবিষ্যতের ভরসা’ হিসেবে বিবেচিত এই বাঁহাতি ব্যাটার বারবার আস্থার সুযোগ পেলেও তার পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠছে বারবার। বিশেষ করে শেষ ম্যাচে তার দায়িত্বজ্ঞানহীন ব্যাটিংয়ে অনেকেই হতাশ। এক ভক্ত মজার ছলে লিখেছেন—“শান্তর ব্যাটে ছক্কা না থাকলেও, প্লেটের ইলিশে কিন্তু ছক্কা নিশ্চিত!”
এই ব্যর্থতায় সোশ্যাল মিডিয়ায় চলছে আলোচনা-সমালোচনার ঝড়। কেউ বলছেন, “শান্তর জায়গায় অন্য কাউকে সুযোগ দেওয়া হোক।” আবার অনেকে এখনো তার পাশে দাঁড়াচ্ছেন, বলছেন, “সমালোচনার বদলে সময় দিন, শান্ত প্রতিশোধ নেবেন ব্যাট হাতে।”
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এখনো কোনো মন্তব্য না করলেও, ক্রিকেট বিশ্লেষকদের মতে, জাতীয় দলের একাদশে জায়গা ধরে রাখতে হলে শান্তকে দ্রুত রান ফিরিয়ে আনতেই হবে।
হ্যাপী