ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

লঙ্কায় টাইগার যুবাদের সিরিজ জয়

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ০০:৫৫, ৯ মে ২০২৫

লঙ্কায় টাইগার যুবাদের সিরিজ জয়

সতীর্থ জাওয়াদ আবরারের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অধিনায়ক আজিজুল হাকিম তামিমের (বাঁয়ে)

বাংলাদেশ অনূর্ধŸ-১৯ দলের শ্রীলঙ্কা সফরের শুরুটা হয়েছিল বড় হারে। এরপরই টানা তিন জয়ে এগিয়ে যায় আজিজুল হাকিম তামিমের দল। পরের ম্যাচেই আবার হেরে বসে। ফলে সিরিজ বাঁচাতে ষষ্ঠ ওয়ানডেতে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলকে জিততেই হতো। তবে বৃহস্পতিবার কলম্বোর কোল্টসে গুরুত্বপূর্ণ এ ম্যাচটি বৃষ্টিতে প- হয়ে গেছে। তাতে ৬ ওয়ানডের সিরিজ ৩-২এ জিতে নিয়েছে টাইগার যুবারা। সেঞ্চুরি মিস করেছেন তামিম।

ব্যক্তিগত ৯৪ রানে আউট হয়েছেন অধিনায়ক। টস জিতে ব্যাটিং নেওয়া বাংলাদেশ ৩৯.১ ওভারে ৩ উইকেটে ১৮৮ রান করার পর বৃষ্টির কারণে আর খেলা হয়নি। ফলে সাফল্য, ব্যর্থতা, রান, সেঞ্চুরির অনেক স্মরণীয় ঘটনার মধ্য দিয়ে শেষ হওয়া সিরিজটি জয়ের মধ্য দিয়েই শ্রীলঙ্কা সফর শেষ করল বাংলাদেশের ভবিষ্যতের ছেলেরা।  
দলীয় ১ রানে ভেঙে যায় তাদের উদ্বোধনী জুটি। দ্বিতীয় ওভারের পঞ্চম বলে ওপেনার জাওয়াদ আবরারকে ফিরিয়ে দেন শ্রীলঙ্কাস স্পিনার থারুসা নবোদ্যা। ৭ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি সিরিজের সর্বোচ্চ রান স্কোরাররা। উদ্বোধনী জুটি ভাঙার পর ব্যাটিংয়ে নামেন অধিনায়ক তামিম। ওপেনার কালাম সিদ্দিকির সঙ্গে দ্বিতীয় উইকেটে ৬৫ রানের জুটি গড়তে অবদান রাখেন তামিম। ১৬তম ওভারের তৃতীয় বলে কালামকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন লঙ্কান লেগস্পিনার হিমাল রবিহানসা।

ওপেনার কালাম ৪৫ বলে ৫ চারে ৩১ রান করেন। তৃতীয় উইকেটে রিজান হোসেনের সঙ্গে ১০৮ রানের জুটি গড়তে অবদান রাখেন তামিম। ৩৭তম ওভারের দ্বিতীয় বলে তামিমকে ফিরিয়ে জুটি ভাঙেন লঙ্কান অলরাউন্ডার কুগাথাস মাথুলান। ১১১ বলে ৭ চার ও ২ ছক্কায় ৯৪ রান করেন তামিম। তামিমের বিদায়ে বাংলাদেশের স্কোর হয়ে যায় ৩৬.২ ওভারে ৩ উইকেটে ১৭৪ রান। অধিনায়কের বিদায়ের পর ব্যাটিংয়ে নামেন উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ আব্দুল্লাহ।

×