ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

আজ রাতেই আ.লীগ নিষিদ্ধের ব্যাপারে ক্লিয়ার পদক্ষেপ ঘোষণা করতে হবে: পিনাকী

প্রকাশিত: ০০:৪৮, ৯ মে ২০২৫; আপডেট: ০০:৪৯, ৯ মে ২০২৫

আজ রাতেই আ.লীগ নিষিদ্ধের ব্যাপারে ক্লিয়ার পদক্ষেপ ঘোষণা করতে হবে: পিনাকী

ছবি: সংগৃহীত।

লেখক, ব্লগার ও অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য আওয়ামী লীগকে 'ভারতীয় স্বার্থের প্রধান প্লেয়ার' আখ্যা দিয়ে দলটিকে নিষিদ্ধ করার জন্য সরকারের কাছে 'স্পষ্ট পদক্ষেপ' ঘোষণার আহ্বান জানিয়েছেন।

শুক্রবার (৯ মে) রাতে তাঁর ব্যক্তিগত ফেসবুক পেইজে দেওয়া এক স্ট্যাটাসে পিনাকী বলেন, "আজ রাতেই প্রহসন বাদ দিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে ক্লিয়ার পদক্ষেপ ঘোষণা করতে হবে।"

তিনি আরও লিখেন, "আইসিটিতে দল হিসেবে লীগকে বিচারের সকল বিধান যুক্ত করতে হবে৷ এটি করতে পারলেই আমরা জুলাইয়ের আহত ও শহীদদের হক কিছুটা আদায় করতে পারব।"

স্ট্যাটাসে জাতীয় পার্টিকে নিয়েও মন্তব্য করেন পিনাকী। তিনি বলেন, "এই কাজ শেষ হলে ভারতীয় এক্সটেনশন জাতীয় পার্টিকে দ্রুত জয় বাংলা করে দিতে হবে। জাতীয় পার্টির সকল দলীয় কার্যালয় জনতার সম্পদ ঘোষণা করা হলো।"

তিনি জি এম কাদের ও অতীতের নির্বাচন কমিশনকে নিশানা করে লেখেন, "বাটপার জি এম কাদেরসহ নিশি ভোটের সকল নির্বাচন কমিশনারদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। এগুলো প্রত্যেকটা ভারতীয় এলিমেন্ট।"

শেষে তিনি সকল রাজনৈতিক শক্তি, সিভিল সোসাইটি ও নাগরিক সমাজকে ‘জুলাইয়ের প্রশ্নে’ ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এবং লেখেন, "ইনকিলাব জিন্দাবাদ।"

নুসরাত

×