
ছবি: সংগৃহীত।
আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে বৃহস্পতিবার রাত থেকে উত্তপ্ত হয়ে ওঠে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকা যমুনার সামনের সড়ক। ‘ব্যান আওয়ামী লীগ’ স্লোগানে মুখর হয়ে ওঠা এই অবস্থান কর্মসূচির নেতৃত্বে রয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।
রাত ১০টার পর থেকে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার সামনে জড়ো হন এনসিপি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। তাদের সঙ্গে যুক্ত হন সাধারণ ছাত্র-জনতাও। এলাকাজুড়ে আওয়াজ ওঠে— ‘ব্যান করো ব্যান করো, আওয়ামী লীগ ব্যান করো’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘দিল্লি না, ঢাকা, ঢাকা-ঢাকা’, ‘আজাদী আজাদী’, ‘একটা একটা ছাত্রলীগ ধর, ধইরা ধইরা জবাই কর’, ‘আওয়ামী লীগের আস্তানা, ভেঙে দাও ঘুরিয়ে দাও’, ‘লীগ ধর, জেলে ভর’, প্রভৃতি স্লোগান।
এ সময় নেতাকর্মীদের দৃপ্ত উপস্থিতি ও স্লোগানের কারণে যমুনার সামনের সড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে পড়ে।
অবস্থান কর্মসূচির মাঝেই হাসনাত আব্দুল্লাহ তার ভেরিফাইড ফেসবুক পেজে সংক্ষিপ্ত একটি স্ট্যাটাস দেন— ‘ব্যান আওয়ামী লীগ’। মুহূর্তেই সেটি ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে।
নুসরাত