
ছবিঃ সংগৃহীত
অতিদ্রুত ৪৩ তম বিসিএসের গেজেট নিষ্পত্তি করতে হবে বলে দাবি করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা।
আজ বৃহস্পতিবার (০৮ মে) উমামা ফাতেমা তাঁর ব্যক্তিগত ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি পোস্টের মাধ্যমে এ দাবি জানান।
তিনি তার ফেসবুক পোস্টে বলেন, আজ ৯ দিন ধরে ৪৩তম বিসিএসের গেজেট প্রত্যাশীরা রাজু ভাস্কর্যে অবস্থানরত আছে। তা সত্ত্বেও সরকারের পক্ষ থেকে যোগাযোগ করা হয়নি।
তিনি আরও বলেন, অতিদ্রুত ৪৩তম বিসিএসের গেজেট নিষ্পত্তি করতে হবে। রাষ্ট্রীয় হয়রানি বন্ধ কর।
ইমরান