ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

টক্সিক নারীবাদী কারা? টক্সিক নারীবাদীদের থাকে এই ৫টি বৈশিষ্ট্য

প্রকাশিত: ০৪:৫৬, ৮ মে ২০২৫; আপডেট: ০৪:৫৯, ৮ মে ২০২৫

টক্সিক নারীবাদী কারা? টক্সিক নারীবাদীদের থাকে এই ৫টি বৈশিষ্ট্য

ছবিঃ সংগৃহীত

বর্তমান সময়ে ‘নারীবাদ’ শব্দটি বিভিন্ন মতাদর্শ ও চর্চার মধ্য দিয়ে বিভাজিত হয়েছে। এর মধ্যে একটি চর্চা আলোচনার কেন্দ্রে এসেছে, যেটিকে অনেকেই ‘টক্সিক নারীবাদ’ বলে আখ্যা দিচ্ছেন। একজন বিশ্লেষক সাম্প্রতিক একটি আলোচনায় টক্সিক নারীবাদের ৫টি বৈশিষ্ট্য চিহ্নিত করেছেন। সামাজিক মাধ্যমে এই আলোচনা ব্যাপক সাড়া ফেলেছে। নিচে তার পর্যবেক্ষণের সারসংক্ষেপ তুলে ধরা হলো।

১. প্রজ্ঞার ঘাটতি

টক্সিক নারীবাদীদের প্রধান বৈশিষ্ট্য হিসেবে উল্লেখ করা হয়েছে প্রজ্ঞার অভাব। সহজ ও যুক্তিসঙ্গত বিষয়ে তারা জটিলতা তৈরি করে এবং বাস্তবতা বুঝে সিদ্ধান্ত নেওয়ার বদলে তাৎক্ষণিক আবেগ বা হঠকারী আচরণকে প্রাধান্য দেয়।

২. পরিণতি বিবেচনার অভাব

তারা কোনো কাজ করার আগে তার ফলাফল কী হতে পারে, তা চিন্তা করে না। অনেক ক্ষেত্রেই দেখা যায়, ঘটনা ঘটার পরে তারা তার পরিণাম নিয়ে চিন্তা শুরু করে অথবা কোনো চিন্তাই করে না।

৩. ‘কুল’ হওয়ার অদ্ভুত প্রয়াস

সামাজিকভাবে ‘আধুনিক’ কিংবা ‘মুক্তমন’ দেখানোর জন্য তারা তিনটি বিষয়ে বিশেষ জোর দেয় –

  • পাবলিক প্লেসে ধূমপান

  • পিরিয়ড (মাসিক) নিয়ে প্রকাশ্যে আলোচনা

  • খোলামেলা পোশাক পরিধান

এই বিষয়ে অতিরিক্ত জোর দিতে গিয়ে নারীবাদের মূল ইস্যুগুলো যেমন – সমান অধিকার, নিরাপত্তা, শিক্ষা, কর্মসংস্থান – সেগুলো উপেক্ষিত হয়।

৪. ভিকটিম ভাব দেখানো

সামাজিক, সাংস্কৃতিক বা ধর্মীয় প্রেক্ষাপটে কোন আচরণ প্রশ্নবিদ্ধ হলে, তারা বরং নিজেকে ভিকটিম হিসেবে উপস্থাপন করে। নিজেদের দোষ বা অযৌক্তিক আচরণের দায়ভার না নিয়ে সব কিছুর দোষ পুরুষতন্ত্র বা সমাজের ওপর চাপানোর প্রবণতা লক্ষ করা যায়।

৫. একচেটিয়া নারীবাদের দাবি

এরা মনে করে, শুধু তারাই আসল ফেমিনিস্ট। যেকোনো নারী বা পুরুষ যদি নারীবাদ নিয়ে একটু ভিন্ন বা তুলনামূলক সংযত মতামত প্রকাশ করে, তবে তাকে ‘নারীবাদ বিরোধী’ হিসেবে বাতিল করে দেয়।

টক্সিক নারীবাদ কোনো সুস্থ চিন্তার ফল নয় বরং তা সামাজিক কাঠামো ও ধর্মীয় সংবেদনশীলতাকে অস্বীকার করে একধরনের ‘স্বেচ্ছাচারিতা’র নামে আত্মপ্রতারণা। বাস্তবসম্মত, প্রজ্ঞাসম্পন্ন এবং মূল ইস্যুগুলোতে সচেতন নারীবাদই পারে নারীর মর্যাদা ও অধিকারের প্রকৃত সুরক্ষা নিশ্চিত করতে।

সূত্রঃ https://www.facebook.com/DrShusamaReza/videos/623854406930899/

ইমরান

×