
ছবি: সংগৃহীত
লেখক, ব্লগার ও অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাসে ভারতীয়দের অবস্থানকে ব্যঙ্গ করে মন্তব্য করেছেন। তিনি লিখেছেন, “হা হা হা, এটাই বাস্তব! এবার নিউইয়র্ক টাইমসকেও গুজব বলবে ভারতীয়রা।”
তার এই মন্তব্যের প্রেক্ষিতে জানা যায়, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস একটি প্রতিবেদনে উল্লেখ করেছে যে, ভারত পাকিস্তানের অভ্যন্তরে সামরিক হামলা চালালেও এতে ভারতের অন্তত দুটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, এই ঘটনার ফলে পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দুই দেশের মধ্যে উত্তেজনা মারাত্মকভাবে বেড়ে গেছে।