
ছবি: দৈনিক জনকন্ঠ
বিজিএমইএ (বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন) নির্বাচন ২০২৫-২০২৭ মেয়াদের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছে ফোরাম জোট।
বৃহস্পতিবার (৮ মে) গুলশান শুটিং ক্লাব থেকে এই ক্যাম্পেইন শুরু হয়। পরে জোটের প্যানেল লিডার মাহমুদ হাসান খান বাবুর নেতৃত্বে নারায়ণগঞ্জে ক্যাম্পেইনের উদ্দেশ্যে যাত্রা শুরু করে ফোরাম জোট। এদিন নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় গার্মেন্টস মালিকদের সঙ্গে বৈঠকে অংশ নেবেন তিনি।
এবারের নির্বাচনে প্যানেল লিডার হিসেবে ফোরাম জোটের নেতৃত্বে দিচ্ছেন রাইজিং ফ্যাশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ হাসান খান (বাবু)। আর সম্মিলিত পরিষদের নেতৃত্ব দিচ্ছেন চৈতি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম। ফোরাম জোট ৩৫টি পরিচালক পদে তরুণ, অভিজ্ঞ, আধুনিক এবং দূরদর্শী ৩৫ জন প্রার্থীর মনোনয়ন দিয়েছে।
ফোরাম নেতারা বলছেন, অতীতে বিজিএমইএতে নির্বাচনের নামে প্রহসন হয়েছে। সাধারণ গার্মেন্টস মালিকরা তাদের নেতৃত্ব নির্বাচনে ভোট দিতে পারেনি। এবারের নির্বাচনে গার্মেন্টস মালিকদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে যোগ্য নেতৃত্ব নির্বাচনের সুযোগ করে দিতে ফোরাম জোট বদ্ধপরিকর। ফোরাম জোটের প্রার্থীরা সারা দেশের প্রত্যেক সদস্যের কাছে তার নির্বাচনী ইশতেহার পৌঁছে দিতে চায়। দেশের যে-সব জায়গায় গার্মেন্টস রয়েছে সেসব জায়গায় ফোরাম জোট সফর করবে। সাধারণ গার্মেন্টস মালিকরা ফোরাম জোটের প্রার্থীদের নির্বাচিত করলে ফোরাম একটি স্বচ্ছ ও জবাবদিহিতামূলক বিজিএমইএ প্রতিষ্ঠায় ফোরাম জোট কাজ করবে।
তারা বলছেন, ফোরাম বরাবরই দায়িত্বশীল নেতৃত্ব, টেকসই শিল্প উন্নয়ন এবং স্বচ্ছ পরিচালনায় বিশ্বাসী। এই নির্বাচনে ফোরাম জোটের প্রার্থীরা বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন আকারের গার্মেন্টস প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করছেন। এবারের প্যানেলের প্রার্থী নির্বাচনে তরুণদের প্রাধান্য দেয়া হয়েছে। যারা আগামী দিনে প্রকৃতপক্ষে বিজিএমইএকে এগিয়ে নেয়ার মাধ্যমে রফতানি প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, শ্রমিক কল্যাণে কাজ করতে সক্ষম।
আল জুবায়ের/মিরাজ খান