ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

সীমান্তে নারী- পুরুষ ও শিশুসহ ১৫ জনকে আটক করেছে বিজিবি

নিজস্ব সংবাদদাতা,কমলগঞ্জ

প্রকাশিত: ১৬:৪৭, ৮ মে ২০২৫

সীমান্তে নারী- পুরুষ ও শিশুসহ ১৫ জনকে আটক করেছে বিজিবি

ছবি: দৈনিক জনকণ্ঠ

মৌলভীবাজারের কমলগঞ্জের মাধবপুর ইউনিয়নের ধলই সীমান্তে বাংলাদেশে অনুপ্রবেশের সময় নারী-পুরুষ ও শিশুসহ ১৫ জনকে আটক করেছে বিজিবি।

এদিকে সীমান্তে অনুপ্রবেশের জন্য অনেক লোক জড়ো হয়েছেন বলে বিভিন্ন সূত্রে খবর পাওয়া গেছে।

বুধবার (৭ মে) সকালে সীমান্ত দিয়ে অনুপ্রবেশের দায়ে ১৫ জনকে বিজিবি আটক করেছে বলে জানিয়েছেন স্থানীয় মাধবপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শীব নারায়ণ শীল।

তিনি বলেন,বিজিবি বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ১৫ জন লোককে আটক করে। এর মধ্যে নয় জন পুরুষ, তিন জন নারী ও তিন জন শিশু রয়েছে।এদের বাড়ি বাংলাদেশের নড়াইল,খুলনা ও বাগেরহাটসহ বিভিন্ন জেলায়।

তিনি আরও জানান, আটকদের জিজ্ঞাসাবাদ করলে তারা জানায়, দীর্ঘ পাঁচ বছর থেকে তারা ভারতের আসামে বসবাস করে আসছিল। হঠাৎ করে ভারতীয় পুলিশ তাদের ঘরবাড়ি ভেঙে দিয়ে হেলিকপ্টারে করে ত্রিপুরার মানিক ভান্ডারে নিয়ে এসে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে তুলে দেয়। তারা প্রায় তিন শতাধিক লোক ছিলেন। বিএসএফ তাঁদের কয়েকজনকে ধলই সীমান্ত দিয়ে গেট খুলে ‘পুশইন’ করলে তারা বাংলাদেশে প্রবেশ করেন। তবে অন্যদের কোন সীমান্তে নিয়ে গেছে তারা বলতে পারেননি।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন বলেন,সুনির্দিষ্ট কোন তথ্য আমার কাছে নেই,তবে বিভিন্ন মাধ্যমে ১৫ জনকে বিজিবি আটক করেছে বলে জেনেছি।

এ ব্যাপারে শ্রীমঙ্গল সেক্টরের ৪৬ বিজিবি ব্যাটালিয়নের ধলই ক্যাম্পে যোগাযোগ করা হলে এ প্রতিনিধিকে জানানো হয় আটককৃতরা কীভাবে বাংলাদেশে প্রবেশ করেছেন তারা জানেন না,এ বিষয়ে তদন্ত করা হচ্ছে, তদন্তের পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা পেলে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত জানানো হবে। 

 

.

 

আহমেদুজ্জামান(আলম)/ফারুক

×