ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৯ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

দুর্যোগকালিন সাড়া প্রদানে স্বেচ্ছাসেবকদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ

এম এ মান্নান,তালা, সাতক্ষীরা 

প্রকাশিত: ২০:১১, ৮ মে ২০২৫

দুর্যোগকালিন সাড়া প্রদানে স্বেচ্ছাসেবকদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ

ছবি: জনকণ্ঠ

সাতক্ষীরার তালায় দুর্যোগকালীন সাড়া প্রদানের কমিউনিটি স্বেচ্ছাসেবকদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। 

বৃহস্পতিবার (৮ মে) সকাল ১১ টায় ওয়াল্ড কনসার্ন বাংলাদেশ তালাস্থ কার্যালয়ে উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোঃ রাসেল। 

আর, বি, এন এর অর্থায়নে ও ওয়াল্ড কনসার্ন বাংলাদেশ আলো প্রজেক্ট এর বাস্তবায়নে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তালা সদর প্যানেল চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, ইউপি সদস্যা শাহিদা বেগম, ভিডিএফ আটারই সভাপতি সাংবাদিক এম এ মান্নান,গোনালী নলতা ভিডিএফ সভাপতি মোহাম্মদ আলী,মাছিয়াড়া সভাপতি ইউপি সদস্য মেহেদী হাসান, খানপুর সভাপতি যুধিষ্ঠি দাস,আটারই দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ইউপি সদস্যা রেহেনা বেগম,গোনালী নলতার দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ইউপি সদস্য শাহাদাত হোসেন,আলো প্রকল্প এর প্রোজেক্ট অফিসার রনজিত দাস, ম্যানেজার প্রদোষ মানখিন,মনিটরিং অফিসার মোঃ সৈয়দ আলম,প্রমুখ। 

এ সময় ২০ জন স্বেচ্ছাসেবকদের মাঝে লাইফ জ্যাকেট, টর্চ লাইট, রেইনকোট, জুতা, হেলমেট হ্যান্ড মাইক সহ বিভিন্ন দুর্যোগকালীন উপকরণ বিতারন করা হয়।

শহীদ

×