ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৯ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

বাকেরগঞ্জে গৃহবধূকে গণধর্ষণ, অভিযুক্ত দুইজন গ্রেপ্তার

নিজস্ব সংবাদদাতা, বাকেরগঞ্জ, বরিশাল।

প্রকাশিত: ২০:১৫, ৮ মে ২০২৫; আপডেট: ২০:১৮, ৮ মে ২০২৫

বাকেরগঞ্জে গৃহবধূকে গণধর্ষণ, অভিযুক্ত দুইজন গ্রেপ্তার

ধর্ষক মোঃ স্বাধীন খাঁন, মোঃ আলী হোসেন মীরা। ছবি- জনকণ্ঠ।

বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের ফলাঘর গ্রামে গতকাল বুধবার (৭ মে) রাত ১০ টায় এক গৃহবধূকে রাতের আঁধারে কয়েকজন যুবক রাস্তা থেকে তুলে নিয়ে গণধর্ষণ করে। 

মামলা সূত্রে জানা যায়, গতকাল ভুক্তভোগী গৃহবধূ পাদ্রীশিবপুর ইউনিয়নের তার বাবার বাড়ি থেকে রঙ্গশ্রী ফুপা শ্বশুরবাড়ি বেড়াতে আসেন। ওই নারী ফুপা শ্বশুরবাড়ি থেকে রাত ৯ টায় পাশের বাড়িতে যাওয়ার পথে স্থানীয় নাজমুল মৃধাসহ বখাটে তিন যুবক গৃহবধূকে রাস্তা থেকে জোরপূর্বক তুলে নিয়ে নাজমুল মৃধার নির্মাণাধীন ভবনে হাত পা ও মুখ বেঁধে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করে। 

ওই ঘটনায় ভুক্তভোগী নারীর স্বামী গতকাল রাতেই বাকেরগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। ওই মামলায় বাকেরগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে গভীর রাতে রঙ্গশ্রী ইউনিয়নের ফলাঘর গ্রামের মোঃ রানা খাঁনের পুত্র মোঃ স্বাধীন খাঁন (২২) ও পাদ্রীশিবপুর ইউনিয়নের মৃত হারুন মীরার পুত্র মোঃ আলী হোসেন মীরা (৩০) কে গ্রেফতার করে। ধর্ষণ মামলায় ফলাঘর গ্রামের-মৃত সিদ্দিক মৃধার পুত্র আসামি মোঃ নাজমুল মৃধা (৩২) পলাতক রয়েছে। এই ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ধর্ষণ ঘটনায় অভিযুক্ত দুজনকে গ্রেফতার করা হয়েছে। আসামি নাজমুল মৃধাকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত আসামি দুইজন আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলেও জানায় পুলিশরে ওই কর্মকর্তা। 

রিফাত

×