ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

গুলিবিদ্ধ এক জুলাই যোদ্ধার বিষপানে আত্মহত্যার চেষ্টা

কামরুজ্জামান বাচ্চু, নিজস্ব সংবাদদাতা, বাউফল

প্রকাশিত: ১৬:৫৭, ৮ মে ২০২৫

গুলিবিদ্ধ এক জুলাই যোদ্ধার বিষপানে আত্মহত্যার চেষ্টা

ছবি: জনকণ্ঠ

বাউফলে জুলাই অভ্যুত্থানে গুলিবিদ্ধ রেজাউল (২৫)   অভিমান করে বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছেন। 

আজ বৃহস্পতিবার (৮মে) বাউফল সদর উপজেলার অলিপুরা বাজার মসজিদ সংলগ্ন পরিত্যক্ত গাছের ওপরে অচেতন অবস্থায় তাকে পাওয়া যায়৷ 

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন৷

প্রথমিক চিকিৎসা শেষে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে । 

রেজাউলের পকেট থেকে  ইদুর মারার ওষুধ উদ্ধার করা হয়েছে।

রেজাউল গত বছর ২১জুলাই ফ্যাসিস্ট হাসিনা হটাও আন্দোলনে ঢাকার যাত্রাবাড়ীতে  গুলিবিদ্ধ হয়েছিলেন ।

গত সপ্তাহে জেলা প্রশাসকের তত্ত্বাবধানে ঢাকা মেডিকেলে চিকিৎসার ব্যবস্থা করা হয় এবং তার শরীর থেকে একাধিক ছররা গুলি বের করা হয়। 

আর্থিক অনটনের কারণে তার চিকিৎসা  না হওয়ায়  মা-বাবার ওপর অভিমান করে তিনি বিষপান করেছেন বলে স্বীকার করেছেন রেজাউল। 

প্রসঙ্গত, ৪ এপ্রিল আহত রেজাউলের আপন ছোট ভাই হৃদয় ইসলাম (১৯) গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় নিহত হয়েছেন৷ 

শিহাব

×