
মোশাররফ করিম
অকারণে হর্ন না বাজাতে ড্রাইভারদের সচেতন করতে জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম অভিনীত একটি ওভিসি (অনলাইন ভিডিও কমার্শিয়াল) দারুণ সাড়া ফেলেছে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ করার পর প্রথম ৫ দিনে ৫০ লাখেরও বেশি বার দেখা হয়েছে বিজ্ঞাপনটি। বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিজ্ঞাপনটি ৫১ লাখ ভিউ অতিক্রম করে।
বিজ্ঞাপনে মোশাররফ করিমের সংলাপ ‘বাজাবো না অকারণে হর্ন, কমাবো শব্দ দূষণ’ নিজেরা মেনে চলার পাশাপাশি অন্যদেরও মেনে চলার পরামর্শ দিয়ে মন্তব্য করেছেন অসংখ্য নেটিজেন। খুব অল্পসময়ে বিজ্ঞাপনটি ব্যাপক সাড়া পাওয়ার ব্যাপারে জানতে চাইলে মোশাররফ করিম বলেন, আমার নিজেরও এমন ভাবনা ছিল যে এই ধরনের যে কোনো কাজ পেলে আমি করব। কারণ আমি এর আগেও সচেতনতামূলক বেশকিছু কাজ করেছি। আমি মনেকরি শিল্পী হিসেবে আমার দায়িত্বের জায়গা থেকেই এই ধরনের কাজ করা উচিত।
সেই দায়িত্ববোধের জায়গা থেকেই এই কাজটি আমার করা এবং আমার কাছে কাজটি করে খুব ভালো লেগেছে। প্রচারে আসার পর অবশ্য বেশ সাড়া পাচ্ছি। তো কথা একটাই, যে কারণে এই বিজ্ঞাপনটি নির্মাণ করা হয়েছে সেই কারণ বা উদ্দেশ্যে সফল হলেই আমাদের সবার কষ্ট স্বার্থক হবে এবং আগামীদিনে আমরা এমন কাজ করতে অনুপ্রাণিত হবো। এছাড়াও বিজ্ঞাপনটির বিষয়বস্তুর পাশাপাশি মোশাররফ করিমের সঙ্গে রিপন মিয়ার উপস্থিতিও নেটিজেনদের মাঝে দারুণ সাড়া ফেলেছে।