ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৯ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

ডেমরায় চাঁদা না দেওয়ায় বাসে হামলা, আওয়ামী অঙ্গসংগঠনের নেতাদের বিরুদ্ধে মামলা

নিজস্ব সংবাদদাতা, ডেমরা, ঢাকা

প্রকাশিত: ০০:০৬, ৯ মে ২০২৫; আপডেট: ০০:০৬, ৯ মে ২০২৫

ডেমরায় চাঁদা না দেওয়ায় বাসে হামলা, আওয়ামী অঙ্গসংগঠনের নেতাদের বিরুদ্ধে মামলা

রাজধানীর ডেমরা এলাকায় চাঁদা না দেওয়ায় গাউছিয়া এক্সপ্রেস পরিবহনের একটি বাসে সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। হামলায় বাসচালক আহত হন এবং বাসের প্রায় দুই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি করা হয়। এ ঘটনায় বাসমালিক রাজু আহাম্মেদ (৪৪) বুধবার রাতে চারজনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাত ২০-২৫ জনের বিরুদ্ধে ডেমরা থানায় মামলা দায়ের করেন।

মামলায় অভিযুক্তরা হলো- আনোয়ার হোসেন কাজী (৫৫) যাত্রাবাড়ী বঙ্গবন্ধু সৈনিকলীগের সাধারণ সম্পাদক ও গাউছিয়া এক্সপ্রেসের ব্যবস্থাপনা পরিচালক, তার স্ত্রী লাভনী আক্তার খুশি (৪৫), ডেমরা থানা ছাত্রলীগের সহ-সভাপতি রিফাত (২৭), এবং ৬৬ নং ওয়ার্ড যুবলীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল মালেক মালু (৩৫) সহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের সঙ্গে যুক্ত অজ্ঞাতনামা আরও ২০-২৫ জন।

ভুক্তভোগী জানান, অভিযুক্তরা গত পাঁচ বছর ধরে প্রতি মাসে ১৫ হাজার টাকা করে চাঁদা আদায় করে আসছিলেন এবং ১ মে থেকে চাঁদা না দেওয়ায় ৪ মে রাতে সুলতানা কামাল ব্রিজের ঢালে তার বাসে (ঢাকা মেট্রো ব-১২-৪০৬৬) হামলা চালায়। বাসে ভাঙচুর চালিয়ে প্রায় এক লক্ষ টাকার ক্ষতি করে ও বাসের ব্যাটারি, চাকা, তেল ও অন্যান্য প্রায় দুই লক্ষ টাকার যন্ত্রাংশ লুট করে নেয়। এসময় চালক মো. জিয়াউল হককে মারধর করে আহত করে। স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়।

এ বিষয়ে ডেমরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুর রহমান জানান, ঘটনাটি গুরুত্ব সহকারে নেওয়া হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

রাজু

×