
সিরাজগঞ্জ শহরে স্কুলে যাবার পথে ৯ম শ্রেনীর এক শিক্ষার্থীকে অপহণের পর ধর্ষণ ও সহযোগীতার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৭ মে) সন্ধ্যায় শহরের সার্কিট হাউসের পিছনের এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলো, শহরের সয়াধানগড়া মধ্যপাড়ার মৃত জয়নাল আবেদিনের ছেলে সোলায়মান হোসেন (৩৫) ও একই এলাকার শুকুর সেখের ছেলে লিটন সেখ (৪০)। ১৪ বছর বয়সী ওই ভুক্তভোগী শিক্ষার্থী শহরের সয়াধানগড়া দক্ষিনপাড়ার বাসিন্দা এবং কাজিপুর মোড় এলাকার দারুল ইসলাম একাডেমির ৯ম শ্রেনীর শিক্ষার্থী।
মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার এস,আই সাদ্দাম হোসাইন বলেন, গ্রেপ্তাররা ওই শিক্ষার্থীর বাড়ির পাশে প্রতিনিয়ত নেশা করতো। সেই সুবাদে তাঁর সাথে পরিচয়। বুধবার সকাল ১১টার দিকে ওই শিক্ষার্থী স্কুলে যাবার পথে কয়েকজন মিলে তাকে অপহরণ করা হয়। এরপর সদর উপজেলার শিয়ালকোল বাজারের মন্দিরের পাশে মাজেদা খাতুন নামে এক নারীর ভাড়া বাড়িতে নিয়ে সোলায়মান তাকে ধর্ষণ করে। লিটনসহ অন্যরা তাতে সহায়তা করেন। এরপর কৌশলে ওই শিক্ষার্থী সেখান থেকে পালিয়ে বাড়িতে ফিরে যায়। সন্ধ্যায় শিক্ষার্থীর মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলায় ৩জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরো ৩জনকে আসামী করা হয়েছে। এসআই আরো বলেন, মামলা হওয়ার পরই অভিযান চালিয়ে ধর্ষক সোলায়মান ও সহযোগী লিটনকে গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। নির্যাতিত শিক্ষার্থী শারীরিক পরীক্ষা শেষে বৃহস্পতিবার বিকেলে আদালতে ২২ ধারায় জবানবন্দি দিয়েছেন। বাকি আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
রাজু