ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৯ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

ঈদের নাটকে নাম ভূমিকায় রুমা

সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ২১:১০, ৮ মে ২০২৫

ঈদের নাটকে নাম ভূমিকায় রুমা

জেরিন কাশফী রুমা

ঈদের বিশেষ নাটক ‘স্মার্ট বউ’। অঞ্জন আইচ রচিত ও নির্দেশিত নাটকটির নাম ভূমিকায় অভিনয় করেছেন মঞ্চের ‘মহাতারেমা’ খ্যাত অভিনেত্রী জেরিন কাশফী রুমা। 
রাজধানীর রাজ্য শূটিং হাউস ৩০০ ফিট এবং পুবাইলের শূটিং হাউসে টানা দুইদিন দিবা রাত্রির শূটিংয়ের মধ্যদিয়ে নাটকটির কাজ শেষ হয়। অভিনেত্রী জেরিন কাশফী রুমা বলেন, ভিন্ন ভিন্ন লোকেশনে ভিন্ন ভিন্ন মুডে নিজেকে চরিত্র উপযোগী নির্মাণ করতে আমার বরাবরই ভালো লাগে। তা যেমন কত্থক নৃত্যের ভঙ্গিমায়, মঞ্চাভিনয়, টিভি নাটকের শূটিং কিংবা চলচ্চিত্রের পর্দায়।

‘স্মার্ট বউ’ নাটকে আমার অভিনীত চরিত্র এবং ব্যক্তি চরিত্রের টানা পোড়েনটাও যেন নাট্যকার পরিচালক অঞ্জন আইচ সাবলীল এবং দক্ষতায় বের করে এনেছে। ঈদ আনন্দ যেন কিছুটা হলেও বাড়িয়ে তোলে ‘স্মার্ট বউ’ নাটকটি এটুকুই অভিনেত্রী হিসেবে চাওয়া।
নাট্যকার পরিচালক অঞ্জন আইচ বলেন, ‘স্মার্ট বউ’ নাটকটি কোরবানির ঈদে টিভিতে প্রচারের জন্য নির্মিত হয়েছে। যতœ নিয়ে নির্মিত অভিনয় নির্ভর নাটকটি দর্শক শ্রোতাদের ভালো লাগবে বলেই বিশ্বাস। নাটকটির অন্যান্য চরিত্রে রূপদান করেছে শাহেদ, রেবেকা রউফ, ফারুক আহমেদ, সুমা আফরোজ, সুমন মাহমুদসহ আরও অনেকে।

×