ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

ন্যায় বিচারের দাবিতে সাবেক সেনা সদস্যের সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার, বরিশাল

প্রকাশিত: ১৬:৪১, ৮ মে ২০২৫

ন্যায় বিচারের দাবিতে সাবেক সেনা সদস্যের সংবাদ সম্মেলন

ছবি: দৈনিক জনকণ্ঠ

প্রভাব খাটিয়ে ফিলিং স্টেশন দখল ও ব্যবসার মুলধন ৪০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ এনে ন্যায় বিচার পেতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করে সংবাদ সম্মেলন করেছেন বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত সেনা সদস্য মো. মজিবুর রহমান মাঝি।

আজ বৃহস্পতিবার (৮ মে) বেলা সাড়ে এগারোটার দিকে বরিশালের গৌরনদী উপজেলা সদরের কারিতাসের হলরুমে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মজিবুর রহমান মাঝি বলেন, ক্ষমতার দাপট দেখিয়ে ঢাকা-বরিশাল মহাসড়কের পার্শ্ববর্তী গৌরনদীর কটকস্থল বাসস্ট্যান্ড সংলগ্ন আরিফ ফিলিং স্টেশনের অংশীদার এবং ফিলিং স্টেশনের জমির মালিকদের অবৈধভাবে বে-দখল করা এবং ব্যবসার মূলধন হিসেবে ধারের ৪০ লাখ টাকা না দিয়ে প্রতিপক্ষের লোকজন মিথ্যা মামলা দায়ের করে তাকে (মুক্তিযোদ্ধা) ও তার পরিবারের সদস্যদের বিভিন্ন ধরনের হুমকিসহ হয়রানি করে আসছেন।

মজিবুর রহমান মাঝি তার বক্তব্যে বলেন, উল্লিখিত ফিলিং স্টেশনের তিনি ও তার ছেলেরা অর্ধেকেরও বেশি মালিক। এছাড়া ব্যবসা পরিচালনার জন্য তার মেঝ ছেলের কাছ থেকে স্ট্যাম্প চুক্তির মাধ্যমে ৪০ লাখ টাকা ধার নেওয়া হয়। পরবর্তীতে ব্যবসায়ী আয়-ব্যয়ের হিসেব সকল অংশীদারদের মধ্যে স্বাভাবিকভাবে চলে আসছিলো। 

গত ৫ আগস্টের পর ফিলিং স্টেশনের ম্যানেজারসহ কতিপয় ভাড়াটিয়া লোকজনের পরামর্শে প্রভাব খাটিয়ে ফিলিং স্টেশনের অংশীদার হারুন ব্যাপারী এবং তার মেয়ে পপি বেগম ও তার মেয়ে জামাতা আজমল সিদ্দিক সোহাগ ফিলিং স্টেশন অবৈধভাবে দখলের জন্য মিথ্যা মামলা দায়ের করেন। 

ওই মামলায় তার (মজিবুর) ছেলেদের ও নাতিদের কারাগারে পাঠিয়ে ফিলিং স্টেশন দখল করে নেওয়া হয়। এ ঘটনায় ন্যায়বিচার পেতে মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত সেনাসদস্য মজিবুর রহমান মাঝি প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

সংবাদ সম্মেলনে প্রতিপক্ষ মো. হারুন বেপারীর ভাই ও বোনেরা উপস্থিত থেকে অভিযোগ করে বলেন, তার ভাই তাদের পৈত্রিক সম্পত্তি অবৈধভাবে দখলের পর ভোগ দখল করে আসছে। ইতিপূর্বে সম্পত্তির ভাগ চাইতে গিয়ে একাধিকবার তার (হারুন) বোনেরা হামলার শিকার হয়েছেন। 

তারা আরও বলেন,আরিফ ফিলিং স্টেশনের ৫৮ শতক জায়গার মধ্যে হারুন ব্যাপারী মাত্র ২.৩৮ শতকের মালিক। সামান্য ওই জমি ও ফিলিং স্টেশনের লাইসেন্স ছাড়া এ ব্যবসায় তার কোনো মুলধন নেই।

সংবাদ সম্মেলনের মাধ্যমে মুক্তিযোদ্ধা মজিবুর রহমান মাঝি সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে প্রকৃত সত্য উদ্‌ঘাটন করে ন্যায় বিচার পেতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আশু হস্তক্ষেপ কামনা করেছেন। 

অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে আলহাজ আব্দুল গনি মাঝি, শরীফুর রহমান, কহিনুর বেগম, হোসনেয়ারা বেগম সখিনা, সালমা পারভীন, ওয়াহীদ সম্রাট উপস্থিত ছিলেন।

ফারুক

×