ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

আত্মীয়ের সৎকার শেষে ফেরার পথে সড়কে ঝরল দুই প্রাণ

কবির হোসেন, কেশবপুর, যশোর

প্রকাশিত: ১২:৫৭, ৮ মে ২০২৫

আত্মীয়ের সৎকার শেষে ফেরার পথে সড়কে ঝরল দুই প্রাণ

ছবি: সংগৃহীত

বুধবার (৭ মে) দিবাগত গভীর রাতে যশোর সাতক্ষীরা মহাসড়কের কেশবপুর তালতলা নামক স্থানে দ্রুতগামী ট্রাক পেছন দিক থেকে চাপা দিলে মোটরসাইকেল আরোহী দুই জন ঘটনাস্থলেই প্রাণ হারান। নিহত যোহন সিংহ (৫৫) এবং সুভাষ সরকারের (৬৫) বাড়ি কেশবপুরের শহরের সাহা পাড়ায়।

জানা গেছে, বুধবার রাতে তালা উপজেলার কপিলমুনি থেকে এক আত্মীয়ের সৎকার করে তারা কেশবপুর সাহা পাড়ার বাড়িতে ফিরছিলেন। পথে রাত সাড়ে ১১টার দিকে যশোর সাতক্ষীরা মহাসড়কের কেশবপুর তালতলা নামক স্থানে তাদের চালিত মটর সাইকেলেটি একই দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক চাপা দিয়ে চলে যায়। এতে কেশবপুরের সাহাপাড়া খ্রিষ্টান মিশনের যোহন সিংহ (৫৫) এবং সুভাষ সরকার (৬৫) ঘটনাস্থলেই নিহত হন। 

রাতেই ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে কেশবপুর হাসপাতালে নিয়ে যায়।

কেশবপুর থানা ওসি আনোয়ার হোসেন জানান, ট্র্যাকটি তাদের চাপা দিয়ে চলে গেছে। ট্রাকের কোনো সন্ধান পাওয়া যায়নি। কেউ সন্ধান দিতেও পারেনি। হাইওয়ের পুলিশ এসেছে। থানায় মামলার প্রক্রিয়া চলছে।

মিরাজ খান

×