
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় ফিরোজা বেগম (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন।আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত ফিরোজা বেগম কার্পাসডাঙ্গা কলোনীপাড়ার শামসুল হকের স্ত্রী।
কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) শেখ নিয়ামুল ইসলাম জানান, সকালে মর্নিং ওয়াক শেষে ফিরোজা বেগম বাড়ি যাওয়ার পথে পেছন থেকে দ্রুতগতির মোটরসাইকেল ধাক্কা দেয় এবং ঘটনাস্থলেই তিনি মারা যান।
দুর্ঘটনার কারণে অভিযুক্ত মোটরসাইকেল চালক কুতুবপুর গ্রামের ইদ্রিস আলীর ছেলে হৃদয় হোসেনকে (১৮) মোটরসাইকেলসহ আটক করা হয়েছে।
আফরোজা