ঢাকা, বাংলাদেশ   রোববার ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় মাসুদ আজহারের পরিবারের ১০ সদস্য নিহত

প্রকাশিত: ০৭:১৩, ৮ মে ২০২৫

ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় মাসুদ আজহারের পরিবারের ১০ সদস্য নিহত

ছবিঃ সংগৃহীত

পাকিস্তানের ভেতরে ভারতের চালানো ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছেন জইশ-ই-মোহাম্মদের প্রতিষ্ঠাতা মাওলানা মাসুদ আজহারের পরিবারের ১০ সদস্যসহ আরও চারজন ঘনিষ্ঠ সহযোগী। নিহতদের মধ্যে ছিলেন মাসুদের বড় বোন, ভগ্নিপতি, ভাতিজা, ভাতিজার স্ত্রী, ভাতিজি ও পাঁচটি শিশু। এই হামলায় একটি মসজিদ ও মাদ্রাসা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানানো হয়েছে। নিহতদের সবাই “সুবহানাল্লাহ মসজিদে” অবস্থান করছিলেন।

পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন জইশ-ই-মোহাম্মদের পক্ষ থেকে বুধবার এক বিবৃতিতে এই মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়। তবে এখন পর্যন্ত ভারত সরকার এই হামলার দায় আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি। পাকিস্তান সরকারও বিষয়টি নিয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ভারত দাবি করেছে তারা পাকিস্তানের ভেতরে থাকা নয়টি সন্ত্রাসবাদী স্থাপনায় হামলা চালিয়েছে। অন্যদিকে ইসলামাবাদ জানিয়েছে, ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্যবস্তু ছিল ছয়টি স্থাপনা যেগুলো জঙ্গিঘাঁটি ছিল না, বরং ছিল ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠান।

উল্লেখ্য, ১৯৯৪ সালে মাওলানা মাসুদ আজহার ভারতে গ্রেপ্তার হন। পরে ১৯৯৯ সালে তালেবান-শাসিত আফগানিস্তানে অপহৃত একটি ভারতীয় বিমানযাত্রীর মুক্তির বিনিময়ে ভারতের কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয়। মুক্তি পাওয়ার পর তিনি জইশ-ই-মোহাম্মদ নামে সশস্ত্র সংগঠন গঠন করেন, যা পরে জাতিসংঘ কর্তৃক সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত হয়।

তথ্যসূত্রঃ https://youtu.be/PRMd2ZRbGZg?si=3etmmipNdJC0buKL

মারিয়া

×