ঢাকা, বাংলাদেশ   সোমবার ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

চাঁদা না দেওয়ায় শিক্ষককে মারধরের অভিযোগ

খোকন আহম্মেদ হীরা, বরিশাল

প্রকাশিত: ১৬:৫৮, ১১ মে ২০২৫

চাঁদা না দেওয়ায় শিক্ষককে মারধরের অভিযোগ

ছবি: সংগৃহীত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ ভরাটের জন্য সরকারি বরাদ্দের ১ লাখ ১৫ হাজার টাকা থেকে ৬০ হাজার টাকা চাঁদা দাবি করেন স্থানীয় প্রভাবশালী বিএনপি কর্মী নুর আলম হাওলাদার।

তার দাবিকৃত চাঁদার টাকা দিতে অস্বীকার করায় উন্নয়ন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ও জেলার আগৈলঝাড়া উপজেলার চাউকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল কালাম মৃধাকে মারধর করে গুরুতর আহত করেছেন বিএনপি কর্মী নুর আলম।

গুরুতর আহত স্কুল শিক্ষক আবুল কালামকে স্থানীয়রা উদ্ধার করে গৌরনদী উপজেলা হাসপাতালে ভর্তি করেছেন। এ ঘটনায় শনিবার (১০ মে) দিবাগত রাতে আগৈলঝাড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

আজ রবিবার (১১ মে) দুপুরে মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে আগৈলঝাড়া থানার ওসি মো: অলিউর রহমান বলেন, ‘মামলায় অভিযুক্ত আসামিকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান শুরু করেছে।’

সংশ্লিষ্ট সূত্র জানা গেছে, চাউকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ ভরাট ও উন্নয়ন কাজের জন্য উপজেলা নির্বাহী অফিসার ১ লাখ ১৫ হাজার টাকা বরাদ্দ দিয়েছেন। ওই কাজের প্রকল্প বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান করা হয় বিদ্যালয়ের প্রধানশিক্ষক হাসনে হেনা এবং সদস্য সচিব করা হয় সহকারী শিক্ষক মো: আবুল কালাম মৃধাকে।

রবিবার (১১ মে) দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষক আবুল কালাম মৃধা অভিযোগ করে বলেন, ‘বরাদ্দ পাওয়ার পর থেকেই চাউকাঠি গ্রামের শাহ আলম হাওলাদারের ছেলে স্থানীয় প্রভাবশালী বিএনপি কর্মী নুর আলম হাওলাদার বরাদ্দকৃত টাকা থেকে তার (সদস্য সচিব) কাছে ৬০ হাজার টাকা চাঁদা দাবি করে।’ 

চাঁদার টাকা দিতে অপারগতা প্রকাশ করায় নুর আলম তার ওপর ক্ষিপ্ত হন। যে-কারণে গত ৯ মে দিবাগত রাতে চাউকাঠি বাজারের কাওছারের দোকানের সামনে বসে নুর আলম হাওলাদার অতর্কিতভাবে তার (শিক্ষক আবুল কালাম) ওপর হামলা চালিয়ে মারধর করে গুরুতর আহত করে।

এ ঘটনায় বিদ্যালয়ের প্রধানশিক্ষক হাসনে হেনা বাদি হয়ে নুর আলমকে আসামি করে শনিবার (১০ মে) দিবাগত রাতে আগৈলঝাড়া থানায় একটি মামলা দায়ের করেন। প্রধানশিক্ষক হাসনে হেনা বলেন, ‘চাঁদাবাজ নুর আলম আমার শিক্ষককে মারধর করে গুরুতর আহত করেছে। আমি বাদি হয়ে নুর আলমের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছি। আশা করছি অনতিবিলম্বে থানা পুলিশ আসামিকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনবেন।’

অভিযোগের ব্যাপারে বিএনপি কর্মী নুর আলম হাওলাদারের ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তা বন্ধ থাকায় কোন বক্তব্য পাওয়া যায়নি।

মিরাজ খান

×