ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২

ড. ইউনূসের প্রশংসায় ট্রাম্প, ভাইরাল ভিডিও নিয়ে যা জানা গেল

প্রকাশিত: ১০:১৪, ১২ মে ২০২৫

ড. ইউনূসের প্রশংসায় ট্রাম্প, ভাইরাল ভিডিও নিয়ে যা জানা গেল

ছবি : সংগৃহীত

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ  ইউনূসকে নিয়ে যুক্তরাষ্ট্রের  প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশংসাসূচক মন্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটিতে ট্রাম্পের কণ্ঠে শোনা যায়, “ডক্টর মোহাম্মদ ইউনুস আমার বন্ধু এবং তিনি অত্যন্ত উচ্চ ব্যক্তিত্বসম্পন্ন লোক। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের দায়িত্ব নিয়ে তিনি খুবই ভালো করেছেন।”

 

 

এই ভিডিওটি রোববার রাত ১১টা ৭ মিনিটে একটি ফেসবুক পেজ থেকে "ডক্টর ইউনুসের প্রশংসা করলেন ট্রাম্প", এই শিরোনামে পোস্ট করা হয়। পরে এটি অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল তার ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করেন। তবে তিনি কিছু সময় পরই সেটি মুছে ফেলেন।

 

 

তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান ‘রিউমার স্ক্যানার’ মধ্যরাতে তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ফটোকার্ডের মাধ্যমে জানায়, ভিডিওটি আসলে ভুয়া এবং সম্পাদিত। প্রতিষ্ঠানটি বলেছে, ট্রাম্পের অন্য একটি বক্তব্যের ভিডিও এডিট করে ভুয়া তথ্য ছড়ানো হয়েছে। একই ধরনের দাবি করেছে ‘ফ্যাক্ট ডিটেক্টর’ নামের আরেক ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান। তাদের ভাষ্যমতে, ড. ইউনুস সম্পর্কে ডোনাল্ড ট্রাম্প এমন কোনো বক্তব্য দেননি; বরং ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে।

 

 

বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের ভুয়া ভিডিও ও তথ্য ছড়ানো সমাজে বিভ্রান্তি তৈরি করতে পারে এবং রাজনৈতিক প্রোপাগান্ডার হাতিয়ার হিসেবে ব্যবহৃত হতে পারে। ফলে, সামাজিক মাধ্যমে কোনো তথ্য গ্রহণের আগে সত্যতা যাচাই করা অত্যন্ত জরুরি হয়ে উঠছে।
 

আঁখি

×