ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২

জীবনের শেষ বেলায় লায়লা’র একটাই চাওয়া, মামুন যেন আর ফিরে না আসে!

প্রকাশিত: ১১:০১, ১৪ মে ২০২৫; আপডেট: ১১:০৩, ১৪ মে ২০২৫

জীবনের শেষ বেলায় লায়লা’র একটাই চাওয়া, মামুন যেন আর ফিরে না আসে!

নারী ও মাদক কাণ্ডে ব্যক্তিজীবন নিয়ে আবারও আলোচনায় দেশের পরিচিতমুখ টিকটকার প্রিন্স মামুন ওরফে আব্দুল্লাহ আল মামুন এবং তার কথিত প্রেমিকা লায়লা।

তবে এবার বেসরকারি একটি গণমাধ্যমে সাক্ষাৎকারে লায়লা বলেছেন, জীবনের শেষ বেলায় আমার একটাই চাওয়া, মামুন যেন আর ফিরে না আসে।

লায়লা বলেন, মামলা করেছি মামুনের হাত থেকে বাঁচার জন্য, ওর অত্যাচারের হাত থেকে বাঁচার জন্য। কিন্ত তারপরেও আমি অত্যাচারিত হচ্ছি। আমি আসলে বাঁচতে চাই, আমাকে বাঁচতে দেন সবাই। আমার সন্তানদের জন্য আমি বাঁচতে চাই, আমার বাচ্চাদের আমি ভালো রাখতে চাই। আমার বাচ্চারা খুব ট্রমাটাইজড হয়ে গেছে এইসব ঘটনা দেখতে দেখতে।

 

সূত্রঃ https://www.facebook.com/share/r/1XbPtAQyPK/

রিফাত

×