
মা দিবসে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি হৃদয়ছোঁয়া পোস্ট দিয়েছেন ঢালিউড অভিনেত্রী শবনম বুবলী।১১ মে নিজের ফেসবুক প্রোফাইলে দুটি ছবিসহ একটি স্ট্যাটাস শেয়ার করেন তিনি।পোস্টে ছবিতে দেখা যায় একটিতে বুবলীর মা এবং আরেকটিতে শাকিব খানের মা। ক্যাপশনে বুবলী লেখেন, ‘দুইজন সবচেয়ে সুন্দর, পরিশ্রমী ও স্নেহময়ী মা। আল্লাহ আপনাদের সবসময় সুস্থ রাখুন। পৃথিবীর সব মাকে মা দিবসের শুভেচ্ছা।’
এই পোস্ট ঘিরে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে নানা আলোচনা। মা দিবসে শাকিব খানের মায়ের ছবিসহ শুভেচ্ছা জানানোয় নতুন করে গুঞ্জন তৈরি হয়েছে।
উল্লেখ্য, বুবলী ও শাকিব খান দীর্ঘদিন একসঙ্গে কাজ করেছেন এবং ২০১৬ সালের পর থেকে তাদের ঘনিষ্ঠতা নিয়ে শোবিজে নানা আলোচনা শুরু হয়। পরে ২০২২ সালে বুবলী নিজেই প্রকাশ্যে আনেন যে, তিনি শাকিব খানের সঙ্গে সংসার করেছিলেন এবং তাদের ঘরে একমাত্র পুত্রসন্তান শেহজাদ খান বীর রয়েছে। যদিও বর্তমানে তারা একসঙ্গে থাকেন না, তবে দুজনেই সন্তানের প্রতি দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ বলে বিভিন্ন সময়ে জানিয়েছেন।
তবে সাম্প্রতিক সময়ে বুবলী ও শাকিব খান কেউই একে অপরকে নিয়ে প্রকাশ্যে কথা বলেন না। এর মধ্যেই মা দিবসে শাকিব খানের মায়ের ছবি পোস্ট করায় সামাজিক যোগাযোগমাধ্যমে ফের নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই একে ইতিবাচক ইঙ্গিত হিসেবেই দেখছেন।
বুবলীর এই পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে, যেখানে অনেকে তার শুভেচ্ছাবার্তায় প্রীত হয়ে মন্তব্য করছেন, আবার কেউ কেউ শাকিব-বুবলী সম্পর্কের অতীত ও বর্তমান নিয়েও প্রশ্ন তুলছেন।
মা দিবসের এই আবেগঘন মুহূর্তে ব্যক্তিগত আবেগ ও সম্পর্কের ছোঁয়া নিয়ে বুবলীর এমন পোস্ট নিঃসন্দেহে নজর কাড়ছে ভক্ত-অনুরাগীদের।
আফরোজা