ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২

স্ক্রিন ছাড়িয়ে মাঠেও সাফল্য, মেহজাবীন-সিয়ামের জয়ে টাইটান্স শিরোপা

প্রকাশিত: ০৭:৪৬, ১৪ মে ২০২৫; আপডেট: ০৭:৪৯, ১৪ মে ২০২৫

স্ক্রিন ছাড়িয়ে মাঠেও সাফল্য, মেহজাবীন-সিয়ামের জয়ে টাইটান্স শিরোপা

ছবি : সংগৃহীত

তারকার ঝলক আর ক্রিকেট রোমাঞ্চে শেষ হলো ‘সেলিব্রিটি চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫’। নারী ও পুরুষ উভয় বিভাগেই শিরোপা জিতে নেয় সিয়াম-মেহজাবীনের গিগাবাইট টাইটান্স।

বিকাল ৪টা ৩০ মিনিটে শুরু হওয়া ফাইনাল ম্যাচে গিগাবাইট টাইটান্সের প্রতিপক্ষ ছিল স্বপ্নধরা স্পারটান্স। প্রথমে ব্যাট করে স্পারটান্স ১৩৮ রানের টার্গেট দেয়।দলটির হয়ে সর্বোচ্চ ৫১ রান করেন আন্তু ওয়ালিদ। এছাড়া জয় ১৮ রান করেন, তবে বাকিরা দুই অঙ্ক ছুঁতে পারেননি। জবাবে নির্ধারিত ওভারের অনেক আগেই ৯ উইকেট হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় গিগাবাইট টাইটান্স।

টাইটানসের পক্ষে দাউদ ৪ ওভারে মাত্র ১১ রান দিয়ে ৩ উইকেট নিয়ে ম্যাচ ঘুরিয়ে দেন এবং তিনি ম্যান অব দ্য ফাইনাল নির্বাচিত হন। ওপেনার পার্থ শেখ ৫৬ বলে ৭২ রান করে অপরাজিত থাকেন। তাঁর ইনিংসে ছিল ৭টি চার ও ৩টি ছক্কা। জাহিদুর আশিক করেন ৩৮ রান এবং শেষ দিকে সাইদুর পাভেল মাত্র ৮ বলে ১৯ রান করে দলের জয় নিশ্চিত করেন।

নারী বিভাগের ফাইনালে মেহজাবীন চৌধুরীর নেতৃত্বে গিগাবাইট টাইটান্স মুখোমুখি হয় স্বপ্নধরা স্পারটান্সের। মাত্র ২ ওভারে অনুষ্ঠিত এ ম্যাচে স্পারটান্স ১৭ রান করে। জবাবে গিগাবাইট টাইটান্স ৩ বল হাতে রেখেই ১০ উইকেটে জয় নিশ্চিত করে। অপরাজিত ছিলেন মালিহা (৮ রান) ও মেহজাবীন চৌধুরী (৩ রান)।

এবারের সেলিব্রেটি ক্রিকেট চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫-এ অংশ নেয় চারটি দল— গিগাবাইট টাইটান্স, নাইট রাইডার্স, জেভিকো কিংস এবং স্বপ্নধরা স্পারটান্স। খেলোয়াড়দের মধ্যে ছিলেন দীপা খন্দকার, সালহা খানম নাদিয়া, কেয়া পায়েল, তৌসিফ মাহবুব, কর্নিয়া, আরেফিন রুমি, ইরফান সাজ্জাদ, রাফসান সাবাব, সাঞ্জু জন, তানহা তাসনিয়া, সায়রা জাহান আক্তার, সিনথিয়া, আলিশা প্রমুখ।

সবগুলো খেলা বসুন্ধরা স্পোর্টস সিটির ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা, জাতীয় দলের ক্রিকেটার নাসির হোসেন, অভিনেতা ও আয়োজক ইরফান সাজ্জাদ, নির্মাতা গিয়াসউদ্দিন সেলিম ও মোস্তফা কামাল রাজ, এবং টি স্পোর্টসের এজিএম এ আর মল্লিক রনি।

 

সা/ই

×