
ছবি: সংগৃহীত
নড়াইলে পূর্ব বিরোধের জের ধরে খাজা মোল্যা (৪৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার (১৪ মে) সকাল সাড়ে ৭টার দিকে লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের কুমারডাঙ্গা বাজারে এ খুনের ঘটনা ঘটে।
নিহত খাজা মোল্যা ইতনা ইউনিয়নের কুমারডাঙ্গার পার ইছাখালি গ্রামের নবাব আলী মোল্যার ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন। এ ঘটনায় ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনরা জানায়, বুধবার সকালে খাজা মোল্যা প্রতিদিনের মতো বাড়ি থেকে বের হয়ে কুমারডাঙ্গা বাজারে অবস্থিত হাসান শেখের চায়ের দোকানে চা পান করতে যান। চা দোকানে বসে থাকার সময়েই পূর্ব বিরোধের জের ধরে দুর্বৃত্তরা তাকে ঘিরে ফেলে। ইতনা ইউনিয়ন বিএনপির সভাপতি পলাশ শেখের নেতৃত্বে এসকেন্দার, ইনসান, রবিউল, শরিফুল, হৃদয়, রহমতুল্লাহ, সাইফুল, লাহাব, রাসেল, রাহাত, রনি, মান্না ও মাসুমসহ ১৫-২০ জনের একটি সশস্ত্র দল ধারালো অস্ত্র নিয়ে খাজা মোল্যার ওপর অতর্কিত হামলা চালিয়ে কুপিয়ে হত্যা করে।
হামলার সময় খাজা মোল্যা রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক খাজা মোল্যাকে মৃত ঘোষণা করেন। তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের গভীর আঘাত ছিল বলে জানিয়েছে দায়িত্বরত চিকিৎসক।
এ বিষয়ে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আশিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।
মিরাজ খান