
উদ্ধার হওয়া তিনটি গরু, ছবিঃ জনকণ্ঠ
মুন্সিগঞ্জের চরকেওয়ার এলাকার কালাচান হাওলাদার নামের এক গরু ব্যবসায়ীর ডাকাতি হওয়া ৩ টি গরু সোনারগাঁ থেকে উদ্ধার করেছে ডিবি পুলিশ। বুধবার বিকালে উপজেলার জামপুর ইউনিয়নের মিরেরটেক এলাকার লোকমান মিয়ার গরুর ফার্ম থেকে গরুগুলো উদ্ধার করা হয়।
মুন্সিগঞ্জের ডিবি পুলিশের এসআই ইয়াসিন জানান, গত ১০/১২ দিন আগে মুন্সিগঞ্জের চরকেওয়া এলাকার একটি গরুর ফার্ম থেকে থেকে ৩ টি গরু ডাকাতি হয়। এই ঘটনায় মুন্সিগঞ্জ সদর থানায় কালাচান হাওলাদার নামের গরু ব্যবসায়ী বাদি হয়ে ৯ জনকে আসামি করে একটি ডাকাতি মামলা করেন। এই ঘটনার সুত্র ধরে সোনারগাঁয়ের জামপুর ইউনিয়নের মিরেরটেক এলাকায় লোকমান মিয়ার গরুর ফার্মে অভিযান চালিয়ে ৩ টি গরু উদ্ধার করা হয়। গরুর ফার্মের মালিক লোকমান পলাতক রয়েছে।
অভিযুক্ত লোকমানের মোবাইল ফোন বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
সাব্বির