ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৫ মে ২০২৫, ৩১ চৈত্র ১৪৩২

এই জিনিস না খেয়ে মরলে পুরো জীবনটাই বৃথা: শবনম ফারিয়া

প্রকাশিত: ০০:২৫, ১৫ মে ২০২৫

এই জিনিস না খেয়ে মরলে পুরো জীবনটাই বৃথা: শবনম ফারিয়া

ছ‌বি: সংগৃহীত

দেশের নানামুখী সংকট, অর্থনৈতিক টানাপোড়েন, সামাজিক অস্থিরতা—সবকিছুর মাঝেও রাত ১১টার পর ফেসবুক খুললেই এক ভিন্ন দৃশ্যের মুখোমুখি হন জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। নিজের ফেসবুক স্ট্যাটাসে সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া খাদ্যসংক্রান্ত ‘হাইপ’ নিয়ে রসিকতা করে তির্যক মন্তব্য করেছেন তিনি।

স্ট্যাটাসে শবনম ফারিয়া লেখেন, “দেশে এতো সমস্যা!!! সব বাদ দিয়ে রাত ১১টার পর আমার ফিডে শুধু আসে কেউ একজন বাংলিশ ভাষায় বলছে, ‘ঢাকার অমুক সাইডে নতুন প্যানএশিয়ান রেস্টুরেন্ট খুলেছে, তাদের অমুকটা ঢাকার বেস্ট অমুক।’ এরপর একটার পর একটা!!!”

তিনি আরও লেখেন, “এই একই মানুষ ১৭টা রেস্টুরেন্টে গিয়ে সেই একই আইটেমকে ঢাকার বেস্ট বলেছে!”

তার এই মন্তব্যের পেছনে রয়েছে একটি মজার অভিযোগও— এসব দেখে তার নাকি ভয়াবহ ক্ষুধা লাগে! যেন পরদিন সেই খাবার না খেলে আর বেঁচে থাকা যাবে না! এমনকি তার ভাষায়, “এই জিনিস না খেয়ে মরলে পুরো জীবনটাই বৃথা মনে হয়!”

শবনম ফারিয়ার এই হালকা-ফুলকা অথচ বাস্তবধর্মী স্ট্যাটাসে অনেকেই একমত পোষণ করেছেন। কেউ কেউ মন্তব্য করেছেন, রাতের বেলা সোশ্যাল মিডিয়ায় খাবারের ছবি ও রিভিউগুলো সত্যিই একপ্রকার মানসিক যন্ত্রণা হয়ে দাঁড়ায়।

এম.কে.

×