
ছবিঃ সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডেমোক্র্যাট সিনেটর ও সিনেটের সংখ্যালঘু নেতা চাক শুমার সম্পর্কে বিস্ফোরক মন্তব্য করে বলেছেন, “আমি ওনাকে অনেক দিন ধরে চিনি, কিন্তু এখন মনে হচ্ছে ওনার কিছু একটা সমস্যা হয়েছে।”
মধ্যপ্রাচ্য সফরের দ্বিতীয় ধাপে কাতার যাওয়ার পথে এয়ার ফোর্স ওয়ান-এ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এই মন্তব্য করেন। সাংবাদিকরা যখন শুমারের কাতারের রাজপরিবার থেকে একটি জাম্বো জেট উপহারের বিষয়ে তথ্য না দেওয়া পর্যন্ত বিচার বিভাগের রাজনৈতিক নিয়োগ আটকে রাখার হুমকির বিষয়ে জানতে চান, তখনই ট্রাম্প ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান।
ট্রাম্প বলেন, “শুমার তো শুমারই। ও এখন যেন ফিলিস্তিনি হয়ে গেছে। ওর কিছু একটা সমস্যা হয়েছে? আমি জানি না। আমি ওকে অনেক দিন ধরে চিনি, কিন্তু এখন ওর কিছু একটা সমস্যা আছে মনে হচ্ছে। ও পুরোপুরি আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছে।”
প্রসঙ্গত, সিনেটের ফ্লোরে শুমার বলেন, কাতার রাজপরিবারের দেওয়া সেই জেট উপহার “জাতীয় নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি”। তিনি এ নিয়ে স্পষ্ট তদন্ত ও ব্যাখ্যা দাবি করেন।
সূত্রঃ ফক্স নিউজ
ইমরান