
ছবি: সংগৃহীত
প্রেসিডেন্ট কথাটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে বিলাসবহুল জীবন, অর্থ-যশ কিংবা ধরাছোঁয়ার বাইরের একজন মানুষ। কিন্তু হোসে আলবার্তো মুহিকা ছিলেন এসব চিন্তার পুরো উল্টো মেরুর মানুষ। উরুগুয়ের সাবেক প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করলেও তাঁর জীবনযাপন ছিল এতটাই সাধারণ যে তাকে বলা হতো বিশ্বের সবচেয়ে ‘গরীব রাষ্ট্রপতি’।
১৪ মে মারা গেছেন তিনি, রেখে গেছেন এক অনবদ্য আদর্শ—ক্ষমতা ভোগের জন্য নয়, তা হতে পারে সেবার মাধ্যম। রাষ্ট্রপতি থাকাকালেও মুহিকা বাস করতেন তাঁর স্ত্রীর পুরনো একটি খামারবাড়িতে। বিলাসবহুল প্রাসাদ তো দূরের কথা, তাঁর বাড়ির উঠোনেই কুয়া থেকে পানি তুলে আনতেন, কাপড় শুকাতেন দড়িতে। নিরাপত্তার জন্য ছিল মাত্র দুই পুলিশ আর একটি তিন পা-ওয়ালা কুকুর।
মাসে প্রায় বারো হাজার ডলার বেতন পেলেও তার প্রায় ৯০ শতাংশ তিনি দান করে দিতেন। নিজের জন্য রাখতেন মাত্র ৭৭৫ ডলার—একজন গরিব শ্রমিকের মাসিক আয় বরাবর। নিজের পরিচয় দিতেন কৃষক হিসেবে। স্ত্রী ফুল চাষ করতেন, সংসার চলত তাঁর আয়ে। মুহিকার নামে কোনো ব্যাংক একাউন্ট ছিল না। ২০১০ সালে রাষ্ট্রপতি থাকাকালীন তার সম্পদের পরিমাণ দেখানো হয় মাত্র ১৮০০ ডলার—তাঁর পুরনো ১৯৮৭ সালের ভক্সওয়াগন বিটল গাড়ির মূল্য।
কিন্তু তাঁর জীবনের শুরুটা ছিল খুবই কষ্টের। মাত্র আট বছর বয়সে বাবাকে হারিয়ে পরিবারে দারিদ্র্য নেমে আসে। বাঁচতে গিয়ে তিনি কখনো কাজ করেছেন বেকারিতে, কখনো ফুল বিক্রি করেছেন রাস্তায়। পরে কিউবার বিপ্লব দ্বারা অনুপ্রাণিত হয়ে সরকারবিরোধী গেরিলা আন্দোলনে যোগ দেন। অপহরণ, ডাকাতি, এমনকি হত্যার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে, জেলেও যেতে হয়েছে তাঁকে।
উরুগুয়েতে গণতন্ত্র ফিরে এলে সাধারণ ক্ষমার আওতায় মুক্তি পান তিনি। এরপর আর অস্ত্র নয়, রাজনীতির পথে হাঁটেন মুহিকা। ২০০৯ সালে প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হন। ক্ষমতায় থেকেও কখনোই নিজেকে ক্ষমতার বাইরে তুলে ধরেননি। বরং কৃষিকাজ, সাধারণ পোশাক, আর সাদামাটা জীবন তাকে আরও আপন করে তুলেছিল উরুগুয়ের সাধারণ মানুষের কাছে।
যদিও রাজনৈতিক জীবনে তার সমালোচকও কম ছিল না, কিন্তু যখন তিনি ২০১৫ সালে ক্ষমতা ছাড়েন, তখন দেশজুড়ে একটি কথাই ঘুরে বেড়াত—বিশ্বের সবচেয়ে বিনয়ী মানুষটি আজ বিদায় নিলেন। চলতি বছর মুহিকা জানিয়েছিলেন, তাঁর খাদ্যনালীতে ক্যান্সার ছড়িয়ে পড়েছে। চিকিৎসা নেবেন না বলেই স্থির করেছিলেন।
হোসে মুহিকা ছিলেন এমন একজন মানুষ, যিনি আমাদের শিখিয়ে গেছেন—ক্ষমতা মানেই বিলাসিতা নয়। রাষ্ট্রপতি হয়ে থেকেও তিনি ছিলেন সাধারণের মতোই একজন। তাঁর বিদায় আমাদের মনে করিয়ে দেয়, সৎ আর বিনয়ী থাকার শক্তি এখনো পৃথিবীতে মূল্যবান।
সূত্র: https://www.youtube.com/watch?v=Phic2-sRHR8
রাকিব