
ছবিঃ সংগৃহীত
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ কড়া ভাষায় জবাব দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে, যিনি গাজায় ইসরায়েলের “লজ্জাজনক নীতি”র সমালোচনা করে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সহযোগিতা চুক্তি পুনর্বিবেচনার ইঙ্গিত দিয়েছিলেন।
এক বিবৃতিতে ইসরায়েল কাটজ বলেন, “আমরা ভালো করেই মনে করি, ফ্রান্সে যখন ইহুদিরা নিজেদের রক্ষা করতে পারেনি, তখন তাদের কী পরিণতি হয়েছিল। প্রেসিডেন্ট ম্যাক্রোঁ যেন আমাদের নৈতিকতা নিয়ে জ্ঞান না দেন।”
তিনি আরও বলেন, “যিনি নিজেকে ইসরায়েলের বন্ধু বলে দাবি করেন, তার উচিত হতাশা না ছড়িয়ে বরং হামাস এবং ইরানি ‘অশুভ জোট’–এর বিরুদ্ধে আমাদের যুদ্ধে পাশে থাকা।”
ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী দাবি করেন, “ইসরায়েলি সেনাবাহিনী অত্যন্ত কঠিন ও জটিল পরিস্থিতির মধ্যেও সর্বোচ্চ নৈতিক মানদণ্ড মেনে কাজ করছে—ফ্রান্স অতীতে তার যুদ্ধগুলোতে যেটুকু নৈতিকতা দেখিয়েছে, তার চেয়েও অনেক বেশি।”
উল্লেখ্য, ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁ সম্প্রতি ইসরায়েলের গাজা নীতিকে “লজ্জাজনক” বলে অভিহিত করেন এবং বলেন, ইউরোপীয় ইউনিয়ন ইসরায়েলের সঙ্গে চুক্তি পুনর্বিবেচনা করতে পারে।
এদিকে গাজায় ইসরায়েলি আগ্রাসনের কারণে আন্তর্জাতিক অঙ্গনে সমালোচনার ঝড় উঠেছে। আন্তর্জাতিক অপরাধ আদালত (ICC) ইতোমধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্টের বিরুদ্ধে গণহত্যা ও যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।
সূত্রঃ আল জাজিরা
ইমরান