ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

বাংলাদেশে থাকলে উচ্ছৃঙ্খল হয়ে যাই: প্রিয়াঙ্কা জামান

প্রকাশিত: ০৩:৪৩, ১৫ মে ২০২৫

বাংলাদেশে থাকলে উচ্ছৃঙ্খল হয়ে যাই: প্রিয়াঙ্কা জামান

ছবি: সংগৃহীত

বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান সম্প্রতি এক গণমাধ্যমে নিজের ব্যক্তিগত জীবন ও ভ্রমণ অভিজ্ঞতা নিয়ে খোলাখুলি কথা বলেছেন। তিনি বলেন, ‘বাংলাদেশে থাকলে উচ্ছৃঙ্খল হয়ে যাই, বাইরে গেলে আবার একটু ডিসিপ্লিন শিখে আসি।’

নিজের বিদেশ ভ্রমণ সম্পর্কে অভিনেত্রী বলেন, ‘মালয়েশিয়া গিয়েছি ২১ বার, সিঙ্গাপুর ১ বার, অস্ট্রেলিয়া ১ বার, দক্ষিণ কোরিয়া ১ বার, ব্যাংকক ৩ বার, চায়না ৪ বার, দুবাই ৫ বার, সব মিলিয়ে ১১টি দেশ ঘুরেছি। অনেকবার শো করতে গেছি, আবার কখনো ঘুরতেও গিয়েছি।’

বিদেশে গিয়ে কী ভালো লাগে জানতে চাইলে প্রিয়াঙ্কা বলেন, ‘বিদেশে গিয়ে সবচেয়ে ভালো লাগে, যেখানে সেখানে থুতু ফেলতে পারব না, চুইংগাম ফেলতে পারব না, সবাই ভদ্রভাবে কথা বলতে হয়। পরিচ্ছন্নতা বজায় রাখতে হয়, নিজের কাজ নিজের করতে হয়, এগুলো আমার খুব ভালো লাগে, এজন্য বেশি যাই।’

মধ্যপ্রাচ্যের দেশগুলোয় গিয়ে শেখদের কাছ থেকে প্রেমের প্রস্তাব পেয়েছেন কিনা, এমন প্রশ্নের জবাবে প্রিয়াঙ্কা বলেন, ‘প্রেমের প্রস্তাব অনেক পেয়েছি, কিন্তু কোনো দিনই আগ্রহ ছিল না। বাংলাদেশের ছেলেরা অনেক ভালো। তারা যাই করুক না করুক, চার-পাঁচটা জায়গায় জায়গায় বিয়ে করে না।’ এছাড়া, ‘শেখদের সাথে প্রেম-ভালোবাসা এগুলো করার কিছু নাই’ উল্লেখ করে তিনি বলেন, ‘কারণ ওদের একটাও ফিক্স থাকে না।’

 

সূত্র: https://www.youtube.com/watch?v=JBMJax8AwSo

রাকিব

×