ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২

আখাউড়ায় রেলকর্মীর অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশিত: ১০:২৭, ১৮ জুলাই ২০২৫

আখাউড়ায় রেলকর্মীর অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার

সংগৃহীত প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এনামুল হক (৪৭) নামে রেলওয়ের এক সহকারী লোকোমাস্টারের (ট্রন চালক) অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে পৌর শহরের মসজিদ পাড়া এলাকার একটি বহুতল ভবনের ফ্ল্যাট থেকে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই পাড়ার আব্দুল মান্নানের ভাড়াটিয়া ছিলেন। এনামুল হক কুষ্টিয়া জেলার বারইপাড়ার লুৎফর রহমানের ছেলে।


পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, লোকোমাস্টার এনামুল হক আখাউড়াতেই কর্মরত ছিলেন। মসজিদপাড়ায় এই ভবনটির একটি ফ্ল্যাটে একা ব্যাচেলর হিসেবে ভাড়া থাকতেন। এই ভবনের মধ্যে তার কক্ষ থেকে অনেক সময় ধরে দুর্গন্ধ বের হলে সন্ধ্যায় প্রতিবেশীরা বিষয়টি বাড়ির মালিককে জানান। মালিক গিয়ে দেখতে পায় তার কক্ষের দরজা জানালা সব বন্ধ। ভিতরে লোকজন আছে কি না কোন সারা শব্দ পাওয়া যাচ্ছে না। তবে দুর্গন্ধ বের হচ্ছে। তাৎক্ষণিকভাবে মালিক থানা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ফায়ার সার্ভিসের সহায়তায় দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে ঝুলন্ত অবস্থায় তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করে।


আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ছমিউদ্দিন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এনামুল হক প্রায় এক সপ্তাহ আগে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। মরদেহটি অর্ধগলিত অবস্থায় ছিল। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

সাব্বির

×