ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২

অবহেলায় ঐতিহ্য হারাচ্ছে বেলগাছি রেলওয়ে স্টেশন

সোহাগ মিয়া, কন্ট্রিবিউটিং রিপোর্টার, রাজবাড়ী

প্রকাশিত: ০৯:৩৫, ১৮ জুলাই ২০২৫; আপডেট: ১০:০৭, ১৮ জুলাই ২০২৫

অবহেলায় ঐতিহ্য হারাচ্ছে বেলগাছি রেলওয়ে স্টেশন

ছবি: জনকণ্ঠ

রাজবাড়ীর বেলগাছি রেলস্টেশন প্রায় ১৫০ বছরের ঐতিহ্য। তবে বর্তমানে অযত্ন ও অবহেলায় ঐতিহ্য হারাতে বসেছে এ রেলস্টেশনটি। রেলের শহর রাজবাড়ী হলেও বেলগাছি রেলস্টেশনের আর যৌবন নেই। স্টেশনটি এখন মাদকসেবীদের আড্ডায় পরিণত হয়েছে এবং সেখানে এক প্রকার ভূতুড়ে পরিবেশ সৃষ্টি হয়েছে।

রাজবাড়ী সদরের অদূরে খানগঞ্জ ইউনিয়নের বেলগাছি রেলস্টেশনটি ১৮৭১ সালে ব্রিটিশ সরকার নির্মাণ করে। প্রতিষ্ঠার পর থেকে এই স্টেশনটি সুষ্ঠুভাবে পরিচালিত হয়ে আসছিল। সে সময় এই স্টেশনে চারটি রেললাইন ছিল এবং প্রতিনিয়ত ট্রেনের ঝকঝকানি শব্দ শোনা যেত। কিছুদিন আগেও এই স্টেশন দিয়ে বেশ কয়েকটি লোকাল ট্রেন চলাচল করত। বর্তমানে এই স্টেশনে মারাত্মক অব্যবস্থাপনা দেখা দিয়েছে।

বর্তমানে এই স্টেশনে স্টেশন মাস্টারসহ কোনো সরকারি কর্মচারী নেই। আগে ট্রেন এলে একটি ঘণ্টা বাজানো হতো—সেই ঘণ্টাও চুরি হয়ে গেছে। এখানে রেলগেট থাকলেও কোনো গেটম্যান নেই। ফলে ট্রেন চলাচলের সময় সাধারণ মানুষ ও যানবাহন ঝুঁকির মধ্যে চলাচল করে। ঘন্টা চুরি হওয়ায় এখন ট্রেন আসার আগাম শব্দ শুনতে পায় না স্থানীয়রা। যাত্রীদের জন্য যে ওয়াশরুমের ব্যবস্থা ছিল, সেটিও এখন নাজেহাল অবস্থায় পড়ে আছে।

এই স্টেশনে এক সময় মালগাড়ি বোঝাই মালামাল বহুদূর থেকে আসত। হারিয়ে গেছে সেই দিনগুলো। আগে যেখানে চার থেকে পাঁচটি লাইন ছিল, এখন সেখানে রয়েছে মাত্র একটি। এই স্টেশনে রেলের জায়গা অনেকেই দখল করে বাড়িঘর নির্মাণ করেছেন ও ব্যবসা-বাণিজ্যের স্থান গড়ে তুলেছেন।

স্থানীয়দের দাবি, রেললাইন ও স্টেশনটি পূর্ণ সংস্কার করে আধুনিকায়ন করতে হবে। এই স্টেশনে বিভিন্ন আন্তঃনগর ট্রেন থামানোর দাবিও জানিয়েছেন তাঁরা। শহর থেকে স্টেশনটি অনেক দূরে হওয়ায় একটি কলেজ ট্রেন চালুর দাবিও উঠেছে। রেলের জায়গা দখলমুক্ত করে স্টেশন মাস্টার, গেটম্যান ও প্রয়োজনীয় লোকবল নিয়োগের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

মুমু ২

×