
ছবি: জনকণ্ঠ
টানা ভারী বর্ষণ ও মেঘনার অস্বাভাবিক জোয়ারের কারণে লক্ষ্মীপুরের রামগতি-বিবিরহাট সড়কের বড়খেরী ইউনিয়নের কোরের বাড়ি থেকে মালিবাড়ির মোড় পর্যন্ত প্রধান সড়ক ধসে পড়েছে। এতে রামগতি থেকে লক্ষ্মীপুর জেলা শহরের সঙ্গে সরাসরি যান চলাচল বন্ধ হয়ে গেছে এবং দুর্ভোগে পড়েছেন বড়খেরী ও চরগাজী ইউনিয়ন বয়ারচরসহ আশপাশের এলাকার মানুষ।
স্থানীয়রা জানান, জেলা ও উপজেলা সদরের সঙ্গে সংযোগ স্থাপনের জন্য অভ্যন্তরীণ বিকল্প সড়ক হিসেবে এই রাস্তাটি বহু বছর ধরে ব্যবহার হয়ে আসছে। প্রতিদিন এই পথে মোটরসাইকেল, সিএনজি, ট্রাকসহ বিভিন্ন যানবাহন চলাচল করে। বর্ষা মৌসুমে ধীরে ধীরে ভাঙন দেখা দিলেও সময়মতো সংস্কার না করায় সম্প্রতি টানা বৃষ্টির পরেই সড়কের বড় অংশ ধসে পড়ে।
এতে পুরো রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এলাকাবাসীর দাবি, প্রতি বর্ষা মৌসুমেই একই দুর্ভোগ পোহাতে হচ্ছে তাই প্রয়োজন টেকসই উন্নয়ন ও দ্রুত সংস্কার।
মো: আমির হাওলাদার বলেন জেলা-উপজেলাসহ ঢাকা ও চট্টগ্রামে যাতায়াতের মাধ্যম এই সড়ক। হঠাৎ সড়কটি ধসে পড়ার খবর পেয়ে সবাই উদ্বেগ উৎকণ্ঠায় রয়েছে। আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাই, যেন দ্রুত তারা রাস্তাটি মেরামত করে দেওয়া হোক।
রামগতি উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রকৌশলী স্নেহাল রায় বলেন, ‘এর আগেও কয়েকবার এমন অবস্থা সৃষ্টি হয়েছে। এর জন্য দায়ী পানি উন্নয়ন বোর্ড। তারা নদী বাঁধের কাজ করছেন।
ধসে পড়া সড়ক এলাকা পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, সড়ক ও জনপদ বিভাগের কর্মকর্তা এবং পানি উন্নয়ন বোর্ডের প্রতিনিধিরা।
এ বিষয়ে লক্ষ্মীপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাহিদ-উজ-জামান খান জানান, অতিরিক্ত পানির চাপে উপকূলীয় বেড়িবাঁধ সংলগ্ন সড়কটিতে ধস দেখা দিয়েছে। সড়ক রক্ষায় দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সাব্বির