
ছবি: জনকণ্ঠ
রাজধানীর সমগ্র অঞ্চলের ন্যায় নগরীর ব্যস্ততম এলাকা মিরপুরের ফুটপাতজুড়ে কয়েক সহস্রাধিক অস্থায়ী দোকানে অবৈধ বিদ্যুৎ সংযোগে চরম ঝুঁকিপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
সেক্ষেত্রে নিরাপত্তামূলক কোনো ব্যবস্থা গ্রহণের চিন্তা না করেই দেওয়া হচ্ছে এসব সংযোগ। সংযোগ নিতেও ব্যবহার করা হয় অতি নিম্নমানের কেবল। ফলে যেকোনো সময়েই অনাকাঙ্ক্ষিত মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণহানির আশঙ্কা রয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, চলমান বর্ষায় খোলামেলা এ সকল অনিরাপদ বৈদ্যুতিক সংযোগ প্রত্যাহার কিংবা নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ না করা হলে যেকোনো সময় বৈদ্যুতিক দুর্ঘটনাজনিত কারণে চরম মূল্য দিতে হতে পারে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, মিরপুর ১,, ২, ১০, ১১, পল্লবী এলাকাগুলোর ফুটপাতসহ মূল সড়ক দখল করে বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসে আছেন ফুটপাত ব্যবসায়ীরা। আর ফুটপাতের এশকাল অস্থায়ী দোকানে সন্ধ্যার পরই বেশি বেচাকেনা হয় বলে এসময়ে ভিড়ে ফুটপাতে হেঁটে চলাই দুষ্কর হয়ে পড়ে। সন্ধ্যার পর বিকিকিনিতে আলোর ব্যবস্থা করতেই ডেসকোর বৈদ্যুতিক পোল থেকে অভিনব কায়দায় অবৈধ ও ঝুঁকিপূর্ণভাবে এ সকল দোকানে বিদ্যুৎ সংযোগ নেয়া হয়। মাত্র তিন থেকে পাঁচ হাত জায়গা জুড়ে বসা এক একটি দোকানে ঝলমলে চার থেকে দশটি বাতি জ্বালিয়ে রাখা হয়েছে।
মিরপুর এক নম্বরের মুক্তিযোদ্ধা মার্কেটের ফুটপাতের এক ব্যবসায়ী জানান, পুলিশ ও সিটি করপোরেশনের যৌথ অভিযানে মিরপুর এক নম্বরের কিছু অংশ ফুটপাত দখলমুক্ত করতে প্রায়শই অভিযান পরিচালিত হলেও কিছুদিন পর আবার 'যেই লাউ সেই কদু' অবস্থায় ফিরে আসে।
নাম প্রকাশে অনিচ্ছুক আরো এক ফুটপাত ব্যবসায়ী নলেন, আমরা দোকানে সন্ধ্যার পর প্রতিটি বৈদ্যুতিক বাতি বাবদ দশ টাকা থেকে টাকা হারে বিল দিয়ে বাতিগুলি জ্বালাই। আমার ছোট্ট দোকান। পাঁচটা বাতি জ্বালাই।
মুক্তিযোদ্ধা মার্কেট, মুক্তবাংলা মার্কেট, বাগদাদ মার্কেট,শাহ্ আলী শপিং কমপ্লেক্স, ফেয়ার প্লাজাসহ আশপাশের এলাকা থেকে সহস্রাধিক দোকানে প্রায় ২০ হাজার বাতি জ্বলে।
বিষয়টির সত্যতা স্বীকার করে নাম প্রকাশে অনিচ্ছুক ডিএনসিসির অঞ্চল ২ এর একজন কর্মকর্তা বলেন, এই এলাকায় সিটি করপোরেশনের নাম ভাঙিয়ে ডেসকোর বৈদ্যুতিক পোল থেকে অবৈধভাবে ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ সংযোগ প্রদানের বিষয়ে আমরা কয়েকবার উদ্যোগ গ্রহণ করেছি। কিন্তু এদেরকে থামানোই যাচ্ছে না। এসমস্যা নিরসনে ডেসকোসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সাব্বির