ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৫ মে ২০২৫, ৩১ চৈত্র ১৪৩২

শিষ্টাচার বহির্ভূত আচরণ সমর্থনযোগ্য নয়, নিন্দা জানাচ্ছি, সুস্থ রাজনীতি চাই: হাবিবুর রহমান মিসবাহ

প্রকাশিত: ০১:৩৩, ১৫ মে ২০২৫; আপডেট: ০১:৩৪, ১৫ মে ২০২৫

শিষ্টাচার বহির্ভূত আচরণ সমর্থনযোগ্য নয়,  নিন্দা জানাচ্ছি,  সুস্থ রাজনীতি চাই: হাবিবুর রহমান মিসবাহ

ছবি: সংগৃহীত

শিক্ষার্থী আন্দোলনের প্রেক্ষাপটে সরকারপক্ষের উপদেষ্টা মাহফুজ আলমের উপর ঘটে যাওয়া ঘটনাকে শিষ্টাচার বহির্ভূত উল্লেখ করে নিন্দা জানিয়েছেন খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন আল্লামা মুফতি হাবিবুর রহমান মিসবাহ। 

এক ফেসবুক পোস্টে তিনি বলেন, মাহফুজ আলমের অতিকথন ও থ্রেট টাইপের কথার বিরোধী আমিও। প্রতিবাদও করেছি। কিন্তু সৃষ্ট সমস্যা সমাধানে রাষ্ট্রের একজন দায়িত্বশীল— জনতার মাঝে রাজপথে নেমে আসায় ধন্যবাদই প্রাপ্য।

তিনি মনে করেন, আন্দোলনের সমাধানে যিনি রাষ্ট্রের দায়িত্বশীল প্রতিনিধি হিসেবে জনতার মাঝে আসেন, তার কথা শোনা উচিত ছিল। তা না করে তার ওপর শিষ্টাচার বহির্ভূত আচরণ সমর্থনযোগ্য নয়। নিন্দা জানাচ্ছি, বলেন মিসবাহ।

তিনি আরও লেখেন, আমরা সুস্থ রাজনীতি চাই।

এসএফ 

আরো পড়ুন  

×