
ছবি: সংগৃহীত
নতুন প্রজন্মের এক্টিভিস্ট সাম্যের মর্মান্তিক মৃত্যুর পর, তাকে ঘিরে আবেগঘন এক স্ট্যাটাস দিয়েছেন জনপ্রিয় ব্লগার, রাজনীতি বিশ্লেষক এবং এক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য। ফেসবুকে দেওয়া সেই পোস্টে তিনি সাম্য ও তার ভাই সাগরের সঙ্গে নিজের ব্যক্তিগত সম্পর্ক, স্মৃতি এবং যন্ত্রণার কথা তুলে ধরেছেন।
ছবিটি দেখেই পিনাকীর বুক ধ্বক করে উঠেছিল। তিনি লিখেছেন, “এ যে আমাদের সাগর! আর এই… সাম্য তো সাগরের ভাই!!!”
স্মৃতির ঝাঁপি খুলে তিনি জানান, সাগর ছিলেন তার রাজনৈতিক লড়াইয়ের অন্যতম সঙ্গী। ঢাকার রাজপথে রাজনৈতিক কর্মসূচিতে সাগর ছিলেন তার ছায়াসঙ্গী। অফিসে ঘণ্টার পর ঘণ্টা আড্ডা, ভালো রান্নার দাওয়াত—সব কিছুতেই সাগরের ছিলো সরব উপস্থিতি। একদিন সাগর তাঁর ছোট ভাই সাম্যকে নিয়ে আসেন, তখন সাম্য ছিলেন ক্লাস সেভেন বা এইটের ছাত্র—লাজুক, মায়াভরা মুখের এক কিশোর।
পিনাকী লিখেছেন, “সেই স্নিগ্ধ কিশোরটির রক্তাক্ত ছবি দেখে মনে হচ্ছে, ঘাতক আমার বুকেই ছুরি বসিয়েছে।” তিনি সাম্যকে শুধুই সাগরের ভাই নয়, নিজের ভাই বলেও উল্লেখ করেছেন।
এই ঘটনায় শোক ও ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “সাম্যের খুনিদের জন্য এই পৃথিবীতে কোনো ক্ষমা নাই।” পাশাপাশি তিনি সাম্যের জন্য সৃষ্টিকর্তার নিকট শহিদের মর্যাদা কামনা করেন এবং পাঠকদের অনুরোধ করেন সাম্যের ভুলত্রুটি ক্ষমা করে দেওয়ার।
স্ট্যাটাসের শেষে পিনাকী লিখেছেন, “আজ আমি শুধু কাঁদি না… আমি প্রতিজ্ঞা করি। এই রক্ত যাবে না বৃথা। এই মৃত্যু থামাবে না আমাদের পথ। সাম্য, তুমি বেঁচে থাকবে আমাদের লড়াইয়ের শিরায় শিরায়।”
এই আবেগময় স্ট্যাটাস ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। সাম্যকে নিয়ে পিনাকীর এই প্রকাশ্য স্মৃতিচারণ অনেকের হৃদয় ছুঁয়ে গেছে।
আসিফ