ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৫ মে ২০২৫, ৩১ চৈত্র ১৪৩২

নারী শিল্পীদের ক্যানভাসে পাহাড়ি জীবনের গল্প

সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ২৩:২২, ১৪ মে ২০২৫

নারী শিল্পীদের ক্যানভাসে পাহাড়ি জীবনের গল্প

.

শিল্প সৃষ্টির তাগিদে যুথবদ্ধ হয়েছেন একঝাঁক নারী। তাদের কেউ প্রাতিষ্ঠানিকভাবে চিত্রকলায় দীক্ষাপ্রাপ্ত শিল্পী। কেউ বা আবার শখের বশে কিংবা ভালোবেসে সমর্পিত হয়েছেন চারুকলার ভুবনে। তারা সকলে সমবেত হয়েছেন এক ছাতার নিচে। হেঁটেছেন শিল্পিত পথরেখায়। রং-তুলির আঁচড়ে রাঙিয়েছেন ক্যানভাস। আর সেসব চিত্রপটে উদ্ভাসিত হয়েছে পার্বত্যবাসীর জীবনের গল্প। পাহাড়ি জনপদের প্রকৃতির রূপময়তার সমান্তরালে মূর্ত হয়েছে পাহাড়ি জনগোষ্ঠীর যাপিত জীবনের চিত্র। ১২ নারীর চিত্রকরের চিত্রিত সেসব ছবি নিয়ে ধানমন্ডির সফিউদ্দীন শিল্পালয়ে চলছে  ‘পাহাড় ও পাহাড়ের জীবন’ শীর্ষক  যৌথ প্রদর্শনী। মা দিবস উপলক্ষে নারীদের সংগঠন জলকন্যা আয়োজিত শিল্পায়োজনটির কিউরেট করেছেন শিল্পী অরেশাক কর্মকার।
দুই আদিবাসী নারীর হাস্যোজ্জ্বল অভিব্যক্তির ছবি এঁকেছেন সুপর্ণা এলিস গমেজ। আজাদী পারভীনের আঁকা ছবির শিরোনাম ‘পাহাড়ের গান’। ছবিতে একই সঙ্গে শক্তি ও সহনশীলতার প্রতীক রূপে আবির্ভূত হয়েছেন নারী। রঙিন পোশাকে পিঠের সঙ্গে বেঁধে রাখা কাঠের বস্তা নিয়ে আঁকাবাঁকা পথ ধরে গন্তব্যের পানে এগিয়ে যাচ্ছে ওই সংগ্রামী নারী। প্রকৃতি শিরোনামের ছবিতে চা বাগানে কর্মরত শ্রমজীবী শিশুদের ছবি এঁকেছেন সাবিয়া নাসরিন। পূর্ণিমা রাতে জ্যোৎস্নার আলোয় স্নাত পাহাড়ের  অপরূপ সৌন্দর্য ধরা দিয়েছে এলিনা চাকমার চিত্রকর্মে। একই সঙ্গে সূর্যের আলোয় আলোকিত এবং মেঘলা আকাশের নীল ছায়ায় আচ্ছন্ন মায়াবি এক পাহাড়ি দৃশ্যকল্প উঠে এসেছে তেরেজা ঈশা গমেজের ছবিতে। অনেকটা
অভিন্ন আবহের দেখা মেলে ফ্লোরা উর্মিলা রড্রিকের ক্যানভাসে। পাহাড়ি পথের সৌন্দর্যকে উপজীব্য করে ক্যানভাস রাঙিয়েছেন জ্যাকলিন রিয়া রোজারিও। পাহাড়ের বিভ্রম ও জীবনের গল্প শিরোনামের ছবি এঁকেছেন মালেকা সুলতানা নূপুর। মাহী ফারহানার ছবিতে পার্বত্য এলাকার সান্ধ্যকালীন রহস্যময়তার সন্ধান মেলে। প্রদর্শনীতে অংশ নেওয়া বাকি তিন শিল্পী হলেন শামা সায়োম, অপর্ণা তরপদার মৌ  ও সারিয়া মেহসা।   
জলকন্যার এই নবম প্রদর্শনীতে জলরঙের পাশাপাশি অ্যাক্রিলিক ও মিশ্র মাধ্যমের কাজ স্থান পেয়েছে। গত ১১ মে প্রদর্শনীর উদ্বোধন করেন চিত্রশিল্পী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড্রয়িং অ্যান্ড পেইন্টিং বিভাগের সুপার নিউমারি অধ্যাপক ফরিদা জামান এবং অভিনয়শিল্পী চিত্রলেখা গুহ।
১২ শিল্পীর ৩৩টি শিল্পকর্মের সম্মিলনে সেজেছে এই শিল্পসম্ভার। প্রদর্শনী চলবে আগামী শুক্রবার পর্যন্ত। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত আটটা পর্যন্ত দর্শনার্থীদের জন্য এটি উন্মুক্ত থাকবে।

প্যানেল

×