
ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এক ফেসবুক স্ট্যাটাসে সাম্প্রতিক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলন নিয়ে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি শিক্ষার্থীদের যৌক্তিক দাবির প্রতি সংহতি জানালেও, আন্দোলনের এক পর্যায়ে মাহফুজ আলমের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাকে নিন্দা জানান।
স্ট্যাটাসে সারজিস আলম বলেন, “মাহফুজ আলম শিক্ষা উপদেষ্টা নন এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দাবিগুলোর সাথে সংশ্লিষ্ট কোনো দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্কিতও নন। তবুও তিনি ছাত্র জনতার একজন প্রতিনিধি হিসেবে রাজপথে গিয়েছিলেন, প্রশাসনিক সুবিধা না নিয়ে সরাসরি শিক্ষার্থীদের কাছে পৌঁছেছিলেন।”
তিনি আরও লেখেন, “আপনাদের প্রতিনিধি হিসেবে যে ব্যক্তি নিজ দফতর ছেড়ে রাজপথে এসেছেন, তার সঙ্গে যে আচরণ করা হয়েছে, সেটার জন্য আমি শিক্ষার্থীদের প্রতি ধিক্কার জানাই। আপনাদের যাদের জবাবদিহি করানো উচিত ছিল—শিক্ষা সচিব, শিক্ষা উপদেষ্টা—তাদের কিছু না বলে যে মানুষটি আপনাদের কথা শুনতে গিয়েছেন তাকেই আপনারা আঘাত করেছেন!”
স্ট্যাটাসে সারজিস আলম আরও দাবি করেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন প্রতিনিধির মাধ্যমে যোগাযোগ পাওয়ার পরপরই তিনি মাহফুজ আলমকে বিষয়টি জানান এবং তিনি শিক্ষার্থীদের সঙ্গে মিটিংয়ের সময় নির্ধারণ করেন। এমনকি শিক্ষা উপদেষ্টার সাথেও আলোচনার ব্যবস্থা করার আশ্বাস দেন।
তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “চাপে পড়লে কাজ করে, না হয় অফিস করে—এমন দুর্বল ব্যক্তিত্বের মানুষ আমরা অভ্যুত্থান-পরবর্তী সরকারে চাই না। শিক্ষার্থীদের যৌক্তিক দাবির প্রতি সহমত থাকলেও, সমস্যাগুলোর প্রকৃত সমাধান না হওয়ার দায় সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং সরকারকেই নিতে হবে।”
আসিফ