
ছবি: সংগৃহীত
মৌলভীবাজার জেলা জজ আদালতের আইনজীবী সুজন মিয়া হত্যা মামলায় অভিযুক্ত এক কিশোর অপরাধীকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। মঙ্গলবার (১৪ মে) র্যাব-৯, সিপিসি-২, মৌলভীবাজার এবং র্যাব-৭, চট্টগ্রামের যৌথ অভিযানে চট্টগ্রাম মহানগরীর কর্ণফুলী থানার জামাল পাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতার হওয়া কিশোরের নাম মো. সালমান মিয়া (১৭)। সে মৌলভীবাজার সদর উপজেলার উত্তর মুলাইম গ্রামের আলী হোসেনের ছেলে।
র্যাব জানায়, গত ৬ এপ্রিল রাতে মৌলভীবাজার পৌর ভবনের সামনে তামান্না ফুচকার দোকানে বসে ছিলেন আইনজীবী সুজন মিয়া। এসময় কয়েকজন কিশোর তার সঙ্গে দুর্ব্যবহার করে এবং এক পর্যায়ে চেয়ারে লাথি মারে। হঠাৎ করেই তারা ধারালো ছুরি দিয়ে সুজনকে উপর্যুপরি আঘাত করে। বুকে গভীর আঘাতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে মৌলভীবাজার সদর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকেই র্যাব-৯ ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার চট্টগ্রামে অভিযান চালিয়ে কিশোর সালমানকে গ্রেফতার করা হয়।
আটকৃত আসামিকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য মৌলভীবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
র্যাব আরও জানিয়েছে, মামলার অন্যান্য জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
এসএফ