
ছবি: জনকণ্ঠ
মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র্য হ্রাসকরণ প্রকল্পের আওতায় কুড়িগ্রামে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ির আয়োজনে সদর উপজেলার হলোখানা ইউনিয়নের চর সুভারকুটি এলাকায় মাশরুম চাষি ও স্থানীয়দের নিয়ে এ দিবস পালন করা হয়।
এ সময় মাশরুম চাষে চাষিদের আগ্রহী করতে এবং এর উপকারিতা সম্পর্কে সচেতন করতে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রংপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো. শফিকুল ইসলাম।
কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো. আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা প্রশিক্ষণ অফিসার ড. মামুনুর রহমান, অতিরিক্ত উপপরিচালক মো. আসাদুজ্জামান, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. নাহিদা আফরীন, মাশরুম চাষি মো. আব্দুস সালাম এবং কৃষাণী মোছা. আনজুমান আরা বেগম প্রমুখ।
সভায় বক্তারা মাশরুমের উপকারিতা ও কৃষকদের মাশরুম চাষে আগ্রহী করে তুলতে বিভিন্ন দিকনির্দেশনামূলক আলোচনা করেন।
এম.কে.