ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৫ মে ২০২৫, ৩১ চৈত্র ১৪৩২

আইএফআইসি ব্যাংক চালু করল ‘ইজি ব্যাংকিং ক্যাম্পেইন’

প্রকাশিত: ০০:০২, ১৫ মে ২০২৫

আইএফআইসি ব্যাংক চালু করল ‘ইজি ব্যাংকিং ক্যাম্পেইন’

ছবিঃ সংগৃহীত

দেশের শীর্ষস্থানীয় ব্যাংক আইএফআইসি ব্যাংক তাদের নতুন ক্যাম্পেইন ‘ইজি ব্যাংকিং’ শুরু করেছে, যা গ্রাহকদের জন্য ডিজিটাল ব্যাংকিং সেবা আরও সহজ, দ্রুত এবং নিরাপদ করার প্রতিশ্রুতি দিচ্ছে।

এই ক্যাম্পেইনের আওতায়, আইএফআইসি ব্যাংক গ্রাহকদের মোবাইল ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং এবং অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে তাদের ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে উৎসাহিত করবে। গ্রাহকরা এই সেবাগুলি ব্যবহার করে যেকোনো সময়, যেকোনো স্থানে সহজেই তাদের অ্যাকাউন্ট পরিচালনা করতে পারবেন।

তারই অংশ হিসেবে গতকাল (১৩ মে) মঙ্গলবার এবং আজ (১৪ মে) বুধবার  সারাদিন হবিগঞ্জের অলিপুর হাইওয়ে উপশাখার উদ্যোগে অলিপুরের বৃহৎ কোম্পানি প্রাণ ও আরএফএল এর সকল কর্মীদের জন্যে এই ক্যাম্পেইন পরিচালনা করা হয় যেখানে সহজ ও দ্রুত সময়ে ডিজিটাল ব্যাংকিং সেবা প্রদান ও পরিচালনা করতে কর্মীদের উৎসাহিত করা হয়। 

আইএফআইসি ব্যাংক হবিগঞ্জ শাখার শাখা ব্যবস্থাপক সুদীপ ব্যানার্জি ক্যাম্পেইনে উপস্থিত থেকে বলেন, "আমাদের লক্ষ্য হচ্ছে গ্রাহকদের ব্যাংকিং অভিজ্ঞতাকে আরও সুরক্ষিত, সহজ এবং দ্রুত করা। 'ইজি ব্যাংকিং' ক্যাম্পেইন গ্রাহকদের জন্য এক নতুন সুযোগ প্রদান করবে। 

তাছাড়া এই ক্যাম্পেইন পরিচালনা করেন আইএফআইসি ব্যাংক অলিপুর হাইওয়ে উপশাখার অফিসার ইন চার্জ হরিদাস চক্রবর্তী পংকজ, মার্কেটিং ও সেলস অফিসার মো: জাহাঙ্গীর আলম, অফিসার মো: বাতেন শিকদার ও অফিসার মো: সাকিব হোসেন তুষার।

ইমরান

×