
ছবি: জনকণ্ঠ
দেশে ইন্টারনেট সেবাদাতাদের সংগঠন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) এর ২০২৫-২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচনকে সামনে রেখে মাঠে সরব রয়েছে থানা ও জেলা আইএসপি প্রতিনিধিদের প্যানেল ‘আইএসপির কণ্ঠস্বর’।
ফিসা কমিউনিকেশনের ফুয়াদ মুহাম্মদ শরফুদ্দিনের নেতৃত্বে গঠিত এই প্যানেলে থানা ও জেলা আইএসপি সদস্যদের ব্যবসায়িক নিরাপত্তার বিষয়টিকে অগ্রাধিকার দিচ্ছে। সদস্যদের বিনিয়োগের নিরাপত্তা নিশ্চিত, ন্যায্য ও যৌক্তিক দাবি আদায় এবং পেশীশক্তি মোকাবিলায় সর্বাত্মক প্রতিরোধের লক্ষ্য প্যানেলটির। নির্বাচিত হলে এসব বিষয়কে প্রাধান্য দেবে দলটির সদস্যরা।
ফুয়াদের নেতৃত্বে গঠিত এই প্যানেলের অপর তিন সদস্য হলেন- স্পিড টেক অনলাইনের মো. নাছির উদ্দিন, প্যান্ডোরা টেকনোলজির মো. ইমদাদুল হক মিলন ও সবুজ বাংলা অনলাইনের এ এস এম সাইফুল ইসলাম সেলিম।
এরমধ্যে আইএসপিদের বিনিয়োগ নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আগামীর সম্ভাবনায় যৌক্তিক নীতিমালা প্রণয়নে সম্মান ও মর্যাদাপূর্ণ আইএসপি ইন্ডাস্ট্রি গড়ে তুলতে সর্বোচ্চ পদক্ষেপ নেওয়ার লক্ষ্য নিয়ে প্রচারণা চালাচ্ছেন প্যানেল লিডার ফুয়াদ মুহাম্মদ শরফুদ্দিন। আইএসপির গঠনতন্ত্র সংশোধন করে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ পরিচালকদের সকল সদস্যদের সরাসরি ভোটে নির্বাচিত হওয়ার ব্যবস্থা গ্রহণে উদ্যোগ নেওয়ার বিষয়কে প্রাধান্য দিচ্ছেন মো. নাছির উদ্দিন। যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে আইএসপি ব্যবসায়ীদের ন্যায্য ও যৌক্তিক দাবিগুলো আদায়ে কারো সাথে কোন আপোষ নয় স্লোগানকে সামনে রেখ সরব রয়েছেন এস এম সাইফুল ইসলাম সেলিম। আর মো. ইমদাদুল হক মিলনের লক্ষ্য আইএসপি ব্যবসায়ী ভাইদের পাশে থেকে দখলবাজ, চাঁদাবাজ ও পেশীশক্তি মোকাবিলায় সর্বাত্মক প্রতিরোধ চালিয়ে যাওয়া।
প্রসঙ্গত, আইএসপিএবি এর ২০২৫-২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন আগামী ১৭ মে অনুষ্ঠিত হবে। নির্বাচনে সাধারণ সদস্যদের মধ্যে মোট ২৬৩ এবং থানা ও জেলা সদস্যদের মধ্যে ৬৬২ জন ভোটার রয়েছেন। আইএসপিএবির নির্বাচনে এবার ১৩টি পরিচালক পদের বিপরীতে লড়ছেন ২৪ জন। সাধারণ সদস্য ক্যাটাগরিতে ৯ পদের বিপরীতে ১৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর থানা ও জেলা প্রতিনিধিদের ৪ পদের বিপরীতে লড়ছেন ১০ জন।
এসইউ