ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৫ মে ২০২৫, ৩১ চৈত্র ১৪৩২

নারায়ণগঞ্জে বায়ুদূষণকারী প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:০১, ১৪ মে ২০২৫

নারায়ণগঞ্জে বায়ুদূষণকারী প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পূর্বাচলের জিন্দাপার্ক এলাকায় বায়ুদূষণকারী এস.আর.বি.জি কনস্ট্রাকশন নামের একটি প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। বুধবার দুপুরে পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইংয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব ফয়জুন্নেছা আক্তারের নেতৃতে এ অভিযান চালানো হয়। এ সময় রূপগঞ্জ থানার পুলিশ এবং পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তা সমম্বয়ে গঠিত একটি টীম উপস্থিত ছিলো। অভিযানে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মোবারক হোসেন প্রসিউকিশন প্রদান করেন। বুধবার বিকেলে পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ কার্যালয়ের উপপরিচালক এ এইচ এম রাসেদ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি বলেন, অভিযানে বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২ এর ১১(খ) বিধি লংঘন করায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ১৫(২) মোতাবেক রূপগঞ্জ উপজেলা বায়ুদূষণকারী ১টি প্রতিষ্ঠান থেকে দুই লাখ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়। নারায়ণগঞ্জে দূষণকারী কারখানার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে। 

 

রাজু

×